ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রস্তুতি নিয়ে আলোচনা করতে চলতি মাসের ১০ ও ১১ ডিসেম্বর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাক্ষাতে সময় চেয়ে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ (বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর) দুপুরে গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
জানা গেছে, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন এএমএম নাসির উদ্দিন নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। সাক্ষাতের দুয়েকদিনের মধ্যে তফসিল ঘোষণা করা হতে পারে।
ফেব্রুয়ারিতে ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণার কথা আগেই জানিয়েছিল নির্বাচন কমিশন। তার আগে ৭ ডিসেম্বর তফসিল নিয়ে কমিশন সভা রয়েছে।
রেডিওটুডে নিউজ/আনাম

