ছয় বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ কবে আসবে জানালো সেনাবাহিনী

বৃহস্পতিবার,

১৮ ডিসেম্বর ২০২৫,

৪ পৌষ ১৪৩২

বৃহস্পতিবার,

১৮ ডিসেম্বর ২০২৫,

৪ পৌষ ১৪৩২

Radio Today News

ছয় বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ কবে আসবে জানালো সেনাবাহিনী 

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১০:০২, ১৮ ডিসেম্বর ২০২৫

Google News
ছয় বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ কবে আসবে জানালো সেনাবাহিনী 

সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীর সন্ত্রাসীদের ড্রোন হামলায় নিহত ছয় বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ শনিবার ঢাকায় আনা হবে। দেশে ফেরার পর যথাযথ রাষ্ট্রীয় মর্যাদায় তাদের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হবে। বাংলাদেশ সেনাবাহিনী গতকাল বুধবার তাদের ফেসবুক পেজে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

সেনাবাহিনী জানায়, গত ১৩ ডিসেম্বর সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে বর্বরোচিত সন্ত্রাসী হামলায় প্রাথমিকভাবে বাংলাদেশ সেনাবাহিনীর আট শান্তিরক্ষী আহত হন। পরবর্তী সময়ে আরও একজন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ায় মোট আহতের সংখ্যা দাঁড়ায় ৯ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আহত শান্তিরক্ষীদের দ্রুত সর্বোচ্চ চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। বর্তমানে তারা কেনিয়ার রাজধানী নাইরোবিতে অবস্থিত আগা খান ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসাধীন। আহতদের মধ্যে একজন ইতোমধ্যে চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন। বর্তমানে সবাই শঙ্কামুক্ত রয়েছেন। 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের