বুধবার,

১৬ জুলাই ২০২৫,

৩১ আষাঢ় ১৪৩২

বুধবার,

১৬ জুলাই ২০২৫,

৩১ আষাঢ় ১৪৩২

Radio Today News

নির্দলীয় সরকার না হলে দেশ টিকবে না: জাফরুল্লাহ্ চৌধুরী

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০০:০০, ১৪ মে ২০২২

Google News
নির্দলীয় সরকার না হলে দেশ টিকবে না: জাফরুল্লাহ্ চৌধুরী

গণতন্ত্রের স্বার্থে সর্বদলীয় সরকারের কাঠামো নিয়ে আজাফরুল্লাহ্ চৌধুরীলোচনার উদ্যোগ নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. ।

শুক্রবার (১৩ মে) জাতীয় প্রেসক্লাবে ভোজ্যতেলসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে যুব অধিকার পরিষদ আয়োজিত মানববন্ধনে তিনি এই আহ্বান জানান। 

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, নির্দলীয় সরকার না হলে দেশ টিকবে না, কেউ ভালো থাকতে পারবে না। তিনি সরকারকে ভারতের ওপর নির্ভর না করারও আহ্বান জানান। তিনি বলেন, জনগণের কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ করতে হবে সরকারকে।

মানববন্ধনে ডা. জাফরুল্লাহ চৌধুরী আরও বলেন, এখনো সময় আছে, জনগণের কাছে ক্ষমা চান। মেগা প্রজেক্ট বাদ দিয়ে জনগণের অন্নের যোগান দিন। পদ্মা সেতুর নাম শেখ হাসিনা সেতু নামকরণের পরিকল্পনা হচ্ছে জানিয়ে তা থেকে সরে আসারও আহ্বান জানান ডা. জাফরুল্লাহ্ চৌধুরী। 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের