একটি রাজনৈতিক দল ভোটারদের কাছ থেকে বিকাশ নম্বর সংগ্রহ করছে

মঙ্গলবার,

১৩ জানুয়ারি ২০২৬,

৩০ পৌষ ১৪৩২

মঙ্গলবার,

১৩ জানুয়ারি ২০২৬,

৩০ পৌষ ১৪৩২

Radio Today News

নজরুল ইসলাম খান

একটি রাজনৈতিক দল ভোটারদের কাছ থেকে বিকাশ নম্বর সংগ্রহ করছে

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:৫১, ১৩ জানুয়ারি ২০২৬

Google News
একটি রাজনৈতিক দল ভোটারদের কাছ থেকে বিকাশ নম্বর সংগ্রহ করছে

একটি বিশেষ রাজনৈতিক দল ভোটারদের কাছ থেকে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য ও বিকাশ নম্বর সংগ্রহ করছে—এমন অভিযোগ করেছে বিএনপি। দলটির দাবি, এসব তথ্য আর্থিক লেনদেনসহ ভিন্ন উদ্দেশে ব্যবহার করা হতে পারে। এ বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) কাছে লিখিত অভিযোগও দিয়েছে দলটি।

আজ (মঙ্গলবার, ১৩ জানুয়ারি) সন্ধ্যায় আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান।

তিনি বলেন, ‘দেশের বিভিন্ন এলাকায় একটি বিশেষ রাজনৈতিক দল ভোটারদের এনআইডি কার্ডের তথ্য ও মোবাইল নম্বর সংগ্রহ করছে।’ নজরুল ইসলাম খানের ভাষায়, ‘উদ্দেশ্য পরিষ্কার বোঝা যায়, কেন এসব তথ্য নেয়া হচ্ছে। আমরা বহু নির্বাচনে অংশ নিয়েছি, কিন্তু এমন ঘটনা আগে কখনও ঘটেনি। আসলে এর কোনো প্রয়োজনও নেই।’

নজরুল ইসলাম খান অভিযোগ করেন, ‘এসব তথ্য ব্যবহার করে ভুয়া ভোটার তৈরি করা বা বেআইনি আর্থিক লেনদেনের চেষ্টা হতে পারে।’ তিনি বলেন, ‘ভোটারদের বিকাশ নম্বর নেয়ার অর্থ হলো; কিছু আর্থিক লেনদেনের সম্ভাবনাও আমরা দেখছি। এ বিষয়টি নির্বাচনের স্বচ্ছতার সঙ্গে সরাসরি জড়িত।’

তিনি জানান, বিএনপির পক্ষ থেকে বিষয়টি নির্বাচন কমিশনকে অবহিত করা হয়েছে এবং কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে।

গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর আগাম প্রচারণা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন, ‘গণভোটের বিষয়ে সরকারের পক্ষ থেকেও প্রচারণা চলছে।’ তিনি বলেন, ‘সরকারিভাবে যদি তা অন্যায় না হয়, তবে অন্যদের ক্ষেত্রেও সেটিকে অন্যায় বলা যায় না।’

তিনি বলেন, ‘সংস্কার সবার আগে আমরা চেয়েছি। আমরা সংসদে নারীদের আসন বাড়ানোর কথা বলেছি। জামায়াত তো একজন নারীকেও মনোনয়ন দেয়নি। আমরা গণভোটে ‘‘হ্যাঁ’’ ভোটের পক্ষে।’

নজরুল ইসলাম খান বলেন, ‘দ্বৈত নাগরিকত্ব নিয়ে সমস্যা হচ্ছে। সংবিধানে বলা আছে, কোনো প্রার্থী দ্বৈত নাগরিকত্ব পরিত্যাগ করলে ভোটে অংশ নিতে পারবেন। অথচ কিছু জায়গায় রিটার্নিং অফিসার আমাদের ও অন্য দলের প্রার্থীদের প্রার্থিতা বাতিল করছে। বিষয়টি যেন জটিল না হয় তা নিয়ে কথা হয়েছে।’

দলটির এই নেতা বলেন, ‘বিএনপি লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা এবং সঠিক সময়ে সুষ্ঠু নির্বাচন আয়োজনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।’ সুষ্ঠু নির্বাচনের স্বার্থে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উত্তরবঙ্গ সফর বাতিল করা হয়েছে বলেও জানান তিনি।

তিনি অভিযোগ করেন, ‘বিভিন্ন রাজনৈতিক দল প্রকাশ্যে নির্বাচনি প্রচারণা চালিয়ে সভা-সমাবেশ করছে এবং আচরণবিধি লঙ্ঘন করছে। তবে এসব বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনো দৃশ্যমান কোনো ব্যবস্থা নেয়া হয়নি। বৈঠকে এসব আচরণবিধি লঙ্ঘনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে বিএনপি।’

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের