রণক্ষেত্র ইরান, সরকারবিরোধী বিক্ষোভে নিহত দুই হাজার

মঙ্গলবার,

১৩ জানুয়ারি ২০২৬,

৩০ পৌষ ১৪৩২

মঙ্গলবার,

১৩ জানুয়ারি ২০২৬,

৩০ পৌষ ১৪৩২

Radio Today News

রণক্ষেত্র ইরান, সরকারবিরোধী বিক্ষোভে নিহত দুই হাজার

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৮:৫৫, ১৩ জানুয়ারি ২০২৬

Google News
রণক্ষেত্র ইরান, সরকারবিরোধী বিক্ষোভে নিহত দুই হাজার

বিবিসি পার্সিয়ান সংবাদদাতা জিয়ার গোল এবং রয়টার্স বার্তা সংস্থাকে একটি সূত্র জানিয়েছে, ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভ দমনে অভিযানে সহস্রাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

গোল বলেন তিনি ‘আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারেন যে মৃতের সংখ্যা হাজার ছাড়িয়ে গেছে’। তিনি বলেন, ইরান সরকার আগেও শক্তি প্রয়োগ করেছে কিন্তু “এবারে যা ঘটছে তা একেবারেই নজিরবিহীন”।

রয়টার্সও ইরানের একজন নিরাপত্তা কর্মকর্তাকে উদ্ধৃত করে বলেছে, মৃতের সংখ্যা প্রায় ২ হাজারের মতো। এর মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্য ও বেসামরিক নাগরিক রয়েছে।

ওই কর্মকর্তা এসব মৃত্যুর জন্য ‘সন্ত্রাসীদের’ দায়ী করেছেন।

এর আগে জাতিসংঘের মানবাধিকার অফিসের মুখপাত্র জেরেমি লরেন্স জেনেভায় এক সম্মেলনে বলেছেন, ‘রিপোর্ট ইঙ্গিত দিচ্ছে যে শত শত মানুষ নিহত হয়েছে এবং হাজার হাজার আটক হয়েছে’।

তিনি জানান জাতিসংঘের নিজস্ব সূত্রগুলো থেকে এ ধারণা পাওয়া গেছে।

এর আগে গতকাল একটি মানবাধিকার সংস্থা বলেছে তাদের বিশ্বাস ৬৫০ জনের মতো নিহত হয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের