শনিবার,

২০ এপ্রিল ২০২৪,

৭ বৈশাখ ১৪৩১

শনিবার,

২০ এপ্রিল ২০২৪,

৭ বৈশাখ ১৪৩১

Radio Today News

শেবাচিমের অক্সিজেন সংকট নিরসনের দাবিতে বাসদের বিক্ষোভ

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত: ০২:৪০, ৪ আগস্ট ২০২১

Google News
শেবাচিমের অক্সিজেন সংকট নিরসনের দাবিতে বাসদের বিক্ষোভ

অক্সিজেনের দাবিতে শেবাচিম হাসপাতালের সামনের সড়কে বাসদের মিছিল

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনা ইউনিটের অক্সিজেন সংকট দূর এবং নিরবিচ্ছিন্ন অক্সিজেন সরবরাহ নিশ্চিত করার দাবিতে সমাবেশ করেছে বরিশাল জেলা বাসদ।

করোনা ইউনিটের সামনে মঙ্গলবার ,২ আগস্ট এই সমাবেশ অনুষ্ঠিত হয়। বরিশাল জেলা কমিটির আয়োজনে সমাবেশে সভাপতিত্ব করেন বাসদ বরিশাল জেলার আহবায়ক ইমরান হাবিব রুমন।

এসময় বক্তব্য রাখেন বাসদ বরিশাল জেলার সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলার সাধারণ সম্পাদক মানিক হাওলাদারসহ আরও অনেকে।

তারা অভিযোগ করে বলেন হাসপাতালের অক্সিজেন প্লান্ট চালু না হওয়ায় রিফিল করতে দীর্ঘসূত্রিতা তৈরি হচ্ছে। এতে রোগীদের দুর্ভোগ বাড়ছে।

বরিশালে করোনায় মৃত্যুর সংখ্যা বাড়ার পেছনে অক্সিজেনের এই সংকট নিয়ামক হিসাবে কাজ করছে বলেন তারা।

মানুষের জীবন বাঁচাতে শেবাচিমে প্রয়োজনীয় অক্সিজেনের সরবরাহ নিশ্চিত না করলে বক্তারা কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শেবাচিম হাসপাতালের সামনের সড়ক প্রদক্ষিণ করে।

রেডিওটুডে নিউজ/ইকে

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের