শুক্রবার,

০২ জুন ২০২৩,

১৮ জ্যৈষ্ঠ ১৪৩০

শুক্রবার,

০২ জুন ২০২৩,

১৮ জ্যৈষ্ঠ ১৪৩০

Radio Today News
bangas biscuit

কোরবানির ঈদের আগে ৫ সিটি নির্বাচন

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:১৯, ২৩ মার্চ ২০২৩

Google News
কোরবানির ঈদের আগে ৫ সিটি নির্বাচন

কোরবানি ঈদের আগেই পাঁচ সিটি করপোরেশন নির্বাচন সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা।

বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

পাঁচ সিটি করপোরেশন হলো গাজীপুর, রাজশাহী, সিলেট, খুলনা ও বরিশাল। রাশেদা সুলতানা বলেন, ২৩ মে থেকে জুনের মধ্যেই পাঁচ সিটির নির্বাচন অনুষ্ঠিত হবে। অর্থাৎ কোরবানির আগেই সব সিটি নির্বাচন শেষ করা হবে। তবে কোনটা কবে হবে সেটা তফসিলে ঠিক হবে।

তিনি বলেন, কাউকে ভোটের মাঠে আনা নির্বাচন কমিশনের কাজ নয়। আমরা সুষ্ঠু নির্বাচনের জন্য তাদের আহ্বান করতে পারি। কিন্তু ভোটে আসার বিষয়টি তাদের ব্যাপার। ইসি রাশেদা বলেন, সংলাপের বিষয়ে আইনে কিছু বলা নেই। তবে, প্রয়োজন হলে নিশ্চয়ই আমরা বসব। এ ছাড়া গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনের বিষয়টি আগামী ২৮ মার্চ মন্ত্রিপরিষদে উঠবে বলেও জানান তিনি।

রেডিওটুডে/এমএমএইচ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের