
ভুয়া খবর দেওয়ার অভিযোগে প্রথম আলোর সাংবাদিকদের বিরুদ্ধে মামলা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। বুধবার দুপুরে সচিবালয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা জানান তিনি।
তবে প্রথম আলোর ওই সাংবাদিক শামসুজ্জামান শামসের বিরুদ্ধে কে কোথায় মামলা করেছে, সে বিষয়ে এখনও সম্পূর্ণ তথ্য পাওয়া যায়নি বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, স্বাধীনতা দিবসের দিন যেভাবে অসত্য বক্তব্যটি প্রচার করা হয়েছে, তাতে যে কেউ সংক্ষুব্ধ হতে পারেন। কেউ যদি সংক্ষুব্ধ হয়ে বিচার চায় তাহলে পুলিশ কিন্তু ব্যবস্থা নিতেই পারে। আমি যতটুকু জানি, এ বিষয়ে একটি মামলা হয়েছে, সে কারণেই হয়ত সিআইডি...।”
এছাড়া প্রথম আলোর সাংবাদিক যা করেছেন সেটা সঠিক নয় বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
উল্লেখ্য, গত ২৬ মার্চ প্রথম আলোর যে প্রতিবেদনটি নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল, তার প্রতিবেদক ছিলেন শামসুজ্জামান শামস। প্রতিবেদনটি সামাজিক যোগাযোগের মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। মঙ্গলবার রাতে তার সাভারের বাসা থেকে সিআইডি পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়।
রেডিওটুডে নিউজ/মুনিয়া