শনিবার,

২০ এপ্রিল ২০২৪,

৭ বৈশাখ ১৪৩১

শনিবার,

২০ এপ্রিল ২০২৪,

৭ বৈশাখ ১৪৩১

Radio Today News

মামলা দিয়ে সরকার পতন আন্দোলন বন্ধ করা যাবে না: ফখরুল

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৩:৫৭, ৩১ মে ২০২৩

Google News
মামলা দিয়ে সরকার পতন আন্দোলন বন্ধ করা যাবে না: ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার রাষ্ট্রের স্তম্ভগুলো ধ্বংস করে দিচ্ছে। তারই উলঙ্গ বহি:প্রকাশ দেখেছি আদালতের রায়ে। আজ বুধবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, পরপর দুটি মামলার রায় দেয়া হয়েছে যে মামলাগুলো আগেই হাইকোর্ট খারিজ করে দিয়েছে।

সেগুলো জোর করে শুনানি করে রাজনৈতিক নেতাদের সাজা দেয়া হয়েছে। অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে রাষ্টযন্ত্রকে বেআইনিভাবে ব্যবহার করছে বলেও মন্তব্য করেন তিনি।

ফখরুল বলেন, বিরাজনীতিকরণের পরিকল্পনা, রাজনীতিবিদদের রাজনীতির মাঠ থেকে দূরে সরিয়ে রাখার ভয়াবহ পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে সরকার।

তিনি বলেন, সাড়ে ১৩শ মামলা চিহ্নিত করা হয়েছে। যেগুলো শুনানি করে রাজনীতিবিদদের সাজা দেবার ভয়াবহ পরিকল্পনা করছে সরকার। এসব করে নিজেদের মতো নির্বাচনের পাঁয়তারা করছে। নিজেদের তৈরি করা সংবিধান অনুযায়ী প্রতিপক্ষ ছাড়া একা একা খেলার মাঠে খেলতে চান।

তিনি আরও বলেন, একই ধরনের মামলায় আওয়ামী লীগ নেতাদের খালাস দেয়া হলেও, বিএনপি নেতাদের সাজ দেয়া হয়েছে।

ফখরুল আরও বলেন, মামলা দিয়ে, সাজা দিয়ে, সরকার পতন আন্দোলন বন্ধ করা যাবে না।  জনগণের উত্থানের মধ্য দিয়ে এই সরকারের পতন হবে। 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের