বুধবার,

০৯ অক্টোবর ২০২৪,

২৪ আশ্বিন ১৪৩১

বুধবার,

০৯ অক্টোবর ২০২৪,

২৪ আশ্বিন ১৪৩১

Radio Today News

রওশন এরশাদ এলে স্বাগত জানাবো, দলে কোনো দ্বন্দ্ব নেই: মহাসচিব

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৬:৫৪, ২৬ নভেম্বর ২০২৩

Google News
রওশন এরশাদ এলে স্বাগত জানাবো, দলে কোনো দ্বন্দ্ব নেই: মহাসচিব

অতীতের চেয়ে এবার জাতীয় পার্টির মনোনয়ন ফরম বেশি বিক্রি হয়েছে উল্লেখ করে দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, যদিও এখন পর্যন্ত রওশন এরশাদের মনোনয়ন সংগ্রহের কোনো আপডেট নেই। তবে তিনি নির্বাচনে অংশ নিতে চাইলে দল তাকে স্বাগত জানাবে। কেননা দলে কোনো দ্বিধা-দ্বন্দ্ব নেই।

রোববার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণের শেষদিন জাতীয় পার্টির বনানী কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

জাপা মহাসচিব বলেন, আগামীকাল সোমবার বিকেলের মধ্যেই ৩০০ আসনের দলীয় প্রার্থীর নাম ঘোষণা করা হবে।

এদিকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের বৈঠকের বিষয়ে জানতে চাইলে চুন্নু জানান, এটা তাদের পারিবারিক বৈঠক। সরেজমিনে দেখা গেছে, নেতাকর্মীদের পদচারণায় মুখর দলটির চেয়ারম্যানের বনানীর কার্যালয়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে এককভাবে জাতীয় পার্টির অংশগ্রহণের ঘোষণার পর যেন নতুন করে উজ্জীবিত নেতাকর্মীরা। টানা চার দিনে মনোনয়ন ফরম সংগ্রহ করেন প্রায় ১৮০০ নেতাকর্মী।

রেডিওটুডে/এমএমএইচ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের