শুক্রবার,

১৮ এপ্রিল ২০২৫,

৫ বৈশাখ ১৪৩২

শুক্রবার,

১৮ এপ্রিল ২০২৫,

৫ বৈশাখ ১৪৩২

Radio Today News

দেশের স্বার্থে ভারতের সাথে কূটনীতিক সম্পর্ক গভীর করতে হবে: কাদের 

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১২:৪৯, ২০ জুন ২০২৪

Google News
দেশের স্বার্থে ভারতের সাথে কূটনীতিক সম্পর্ক গভীর করতে হবে: কাদের 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জিয়াউর রহমান ও খালেদা ভারতের সঙ্গে বৈরি সম্পর্ক সৃষ্টি করে দেশের ক্ষতি করেছে। বৃহস্পতিবার (২০ জুন) সাংবাদিকদের তিনি এই কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ভারতের সঙ্গে সব সমস্যা আলোচনার টেবিলে সমাধান করবো। বন্ধুত্বপূর্ণ, ভারসাম্যপূর্ণ ও সম্মানজনক সম্পর্ক চাই। জাতীয় স্বার্থ বিকিয়ে দিয়ে কারো সাথে সম্পর্ক রাখবো না। 

ওবায়দুল কাদের বলেন, দেশের স্বার্থে ভারতের সাথে কূটনীতিক সম্পর্ক গভীর করতে হবে। এখানে বৈরিতার কোনো সুযোগ নেই।

সিলেটের বন্যা পরিস্থিতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়মিত খোঁজখবর নিচ্ছেন বলেও জানিয়েছেন ওবায়দুল কাদের। তিনি বলেন, সিলেটে ভয়াবহ বন্যা পরিস্থিতি। এই অবস্থায় আওয়ামী লীগ নেতাকর্মীদের ত্রাণ কার্যক্রম এবং উদ্ধার কার্যক্রমে অংশ নিতে হবে। সিলেট অঞ্চলের জনপ্রতিনিধিদের পানিবন্দি মানুষকে সাধ্যমতো সহযোগিতার আহ্বান জানান তিনি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, হীরক জয়ন্তী উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে জনসভাসহ ১০ দফা কর্মসূচি হাতে নিয়েছে আওয়ামী লীগ। রাজধানীতে শুক্রবার (২১ জুন) বেলা ৩টায় শোভাযাত্রা অনুষ্ঠিত হবে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের