আগামীকাল রোববারের গণতন্ত্র সমাবেশ স্থগিত করেছে বিএনপি। প্রাকৃতিক দুর্যোগের কারণ উল্লেখ করে দলের পক্ষ থেকে সমাবেশ স্থগিত করার কথা জানিয়েছে তারা।
শনিবার সন্ধ্যায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক ডা. এজেডএম জাহিদ এবং পরিষদের সদস্য সচিব কাদের গনি চৌধুরী সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সমাবেশ স্থগিতের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এতে বলা হয়, আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির উদ্যোগে আগামীকাল রোববার বিকাল ৩টায় নয়াপল্টনে যে সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে স্থগিত করা হয়েছে।
এতে আরও বলা হয়, পরিবর্তিত সময়সূচি অনুযায়ী আগামী ১৭ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেল ৩টায় নয়াপল্টনে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। সম্মানিত পেশাজীবীদের ওই দিন বেলা ২টায় নয়াপল্টনস্থ হোটেল ভিক্টোরির সামনে জমায়েত হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
রেডিওটুডে নিউজ/আনাম