মঙ্গলবার,

০৫ নভেম্বর ২০২৪,

২১ কার্তিক ১৪৩১

মঙ্গলবার,

০৫ নভেম্বর ২০২৪,

২১ কার্তিক ১৪৩১

Radio Today News

খালেদা জিয়ার ম্যুরাল করার সিদ্ধান্তের প্রতিবাদ, যা বলছেন জবি উপাচার্য

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২২:১০, ৮ অক্টোবর ২০২৪

আপডেট: ২২:১৪, ৮ অক্টোবর ২০২৪

Google News
খালেদা জিয়ার ম্যুরাল করার সিদ্ধান্তের প্রতিবাদ, যা বলছেন জবি উপাচার্য

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ম্যুরাল স্থাপনের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার সংবাদ সম্মেলনে তারা বলেন, ম্যুরাল স্থাপনের সিদ্ধান্ত থেকে সরে না এলে আগামীকাল (আজ) এ বিষয়ে সব শিক্ষার্থীর স্বাক্ষর নিয়ে শিক্ষা উপদেষ্টার কাছে অভিযোগ দেওয়া হবে। এ ছাড়া দাবি আদায়ে প্রয়োজনে কঠোর কর্মসূচি নেওয়ার ঘোষণা দেন তারা।

ক্যাম্পাসে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এ কে এম রাকিব বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন ২০ অক্টোবর বিশ্ববিদ্যালয় দিবস সামনে রেখে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রায় ১১ ফুট দৈর্ঘ্যের ম্যুরাল স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে। এই বিশ্ববিদ্যালয়ের বিষয়ে খালেদা জিয়ার অবদান আছে। আওয়ামী লীগ আমলে তাঁর নামফলক ভেঙে ফেলা হয়েছে। সেটা আবার সুন্দরভাবে গড়ে তোলা যেতে পারে। কিন্তু ম্যুরালের নামে বিশ্ববিদ্যালয়ে নতুন করে ব্যক্তিপূজা শুরু হচ্ছে।

এদিন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মুহাম্মদ তাজাম্মুল হকের সঙ্গে এ নিয়ে আলোচনা করেন। 

প্রক্টর বলেছেন, প্রশাসনিক ভবনের সামনে ছোট নামফলক হবে, মূর্তির মতো কিছু থাকবে না। 

এদিকে জবির শিক্ষার্থী সংশ্লিষ্ট বিষয়ের সমন্বয় কমিটির আহ্বায়ক অধ্যাপক রইছ উদ্দিন বলেছেন, এটা হবে ছবিসংবলিত নামফলক। 

উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম বলেন, এটি কোনো ম্যুরাল বা ভাস্কর্য নয়, ছবিসংবলিত ঘোষণাফলক। তবে শিক্ষার্থীরা বলছেন, কর্তৃপক্ষ কার্যত ম্যুরাল তৈরি করতে চাচ্ছে।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের