শনিবার,

১০ মে ২০২৫,

২৭ বৈশাখ ১৪৩২

শনিবার,

১০ মে ২০২৫,

২৭ বৈশাখ ১৪৩২

Radio Today News

আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে আর কোনো টালবাহানা মানবো না: নুর

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:২৯, ৯ মে ২০২৫

Google News
আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে আর কোনো টালবাহানা মানবো না: নুর

বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত নির্বাহী আদেশে আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

শুক্রবার (৯ মে) বিকেলে পল্টনে মোড়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অবস্থান কর্মসূচিতে এ কথা বলেন তিনি।

নুর বলেন, বর্তমান উপদেষ্টা পরিষদ দিয়ে গণহত্যার বিচার, সংস্কার আর ভোটের অধিকার ফিরে পাওয়া সম্ভব না। আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে আমরা আর কোনো টালবাহানা মানবো না। 

তিনি আরও বলেন, বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ ঘোষণা করুন। জাতীয় ঐকমত্যের ভিত্তিতে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করুন। কোনো ফ্যাসিস্ট মদদপুষ্ট, এনজিও কর্মীকে উপদেষ্টা পরিষদে রাখা যাবে না। 

আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণা না আসা পর্যন্ত তাদের অবস্থান কর্মসূচি চলবে বলেও জানান গণ অধিকার পরিষদের সভাপতি। 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের