রোববার,

২৫ মে ২০২৫,

১১ জ্যৈষ্ঠ ১৪৩২

রোববার,

২৫ মে ২০২৫,

১১ জ্যৈষ্ঠ ১৪৩২

Radio Today News

সব রাজনৈতিক দলের সঙ্গে বিকেলে যমুনায় সর্বদলীয় বৈঠক

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১০:৪২, ২৫ মে ২০২৫

Google News
সব রাজনৈতিক দলের সঙ্গে বিকেলে যমুনায় সর্বদলীয় বৈঠক

দেশের সব রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ রোববার (২৫ মে) বিকেলে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় বৈঠকটি অনুষ্ঠিত হবে। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা বৈঠকটি ডেকেছেন বলে সূত্রের বরাতে জানা গেছে।

সূত্রে জানিয়েছে, বৈঠকে জুলাই গণ-অভ্যুত্থানের পক্ষে থাকা সকল রাজনৈতিক দলের একজন করে প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়েছে।

আমার বাংলাদেশ (এবি) পার্টি আগামী বৈঠকে আমন্ত্রণ পাওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। গতকাল তিনি বলেন, আমাকে একজন উপদেষ্টা কল দিয়েছিলেন। বলেছেন আগামীকাল (রোববার) সর্বদলীয় বৈঠক হবে, সেখানে থাকতে পারব কিনা।’ বিকেল ৫টা থেকে বৈঠক হতে পারে বলে জানান মঞ্জু।

এ দিকে গতকাল বিএনপি, জামায়াত ইসলামী এবং এনসিপির সঙ্গে যমুনায় প্রধান উপদেষ্টার বৈঠক অনুষ্ঠিত হয়। সন্ধ্যা সাড়ে ৭টায় বিএনপির প্রতিনিধি এবং রাত সাড়ে ৮টায় জামায়াত ইসলামী এবং এনসিপির প্রতিনিধিদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের