শনিবার,

০৯ আগস্ট ২০২৫,

২৫ শ্রাবণ ১৪৩২

শনিবার,

০৯ আগস্ট ২০২৫,

২৫ শ্রাবণ ১৪৩২

Radio Today News

’৭১ এবং ’২৪-নিয়ে যে ব্যাখ্যা দিলেন নাহিদ ইসলাম

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২২:১৫, ৮ আগস্ট ২০২৫

Google News
’৭১ এবং ’২৪-নিয়ে যে ব্যাখ্যা দিলেন নাহিদ ইসলাম

একাত্তর আর রাজনৈতিক বৈধতার একমাত্র মাপকাঠি হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, একাত্তর থাকবে ইতিহাসে, রাষ্ট্রের ভিত্তি ও নীতি হিসেবে তা সম্মানিত হবে। 

শুক্রবার (৮ আগস্ট) নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেছেন, আমরা আগেও বলেছি—’২৪ হলো ’৭১-এর ধারাবাহিকতা। ’৭১-এর আকাঙ্ক্ষা—সমতা, মর্যাদা ও ন্যায়বিচার—পুনরায় প্রতিষ্ঠিত হয়েছে বৈষম্যবিরোধী ও গণতান্ত্রিক ’২৪-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে।

তার মতে, ‘মুজিববাদ’ ’৭১-কে ভারতীয় বয়ানে বসিয়ে আমাদের জাতীয় সার্বভৌমত্ব ও স্বার্থকে ক্ষতিগ্রস্ত করেছিল। কিন্তু ’২৪ প্রকৃত স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মুক্তিযুদ্ধের চেতনা পুনরুদ্ধার করেছে। এটি ছিল কর্তৃত্ববাদ, ফ্যাসিবাদ ও দমননীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই—একটি গণতান্ত্রিক ও সমতাভিত্তিক বাংলাদেশের স্বপ্নে পরিচালিত।

তিনি বলেন, ’২৪-এর পর উদ্ভূত হয়েছে নতুন রাজনৈতিক বাস্তবতা ও নতুন প্রজন্ম—যারা ’২৪-এর লড়াইয়ে অংশ নিয়ে বিজয়ী হয়েছে। আমরা ’৭১ পেরিয়ে ’২৪-এ এসে পৌঁছেছি। এখন যারা ‘পক্ষে বা বিপক্ষে ’৭১’-এর রাজনীতি ফিরিয়ে আনতে চায়, তারা দেশকে পুরনো ও অচল রাজনৈতিক কাঠামোয় টেনে নিতে চায়।

নাহিদ ইসলাম মনে করেন, ’২৪ থেকে নতুন সূচনা হওয়া উচিত—যেখানে রাজনৈতিক সংস্কৃতি গড়ে উঠবে অভ্যুত্থান থেকে জন্ম নেওয়া নতুন মূল্যবোধ ও আকাঙ্ক্ষার ভিত্তিতে। মুজিববাদসহ সব ধরনের কর্তৃত্ববাদ ও ফ্যাসিবাদী শক্তিকে পরাজিত করে রাষ্ট্র ও সমাজকে ঐক্যবদ্ধ ও গণতান্ত্রিক করা এখন প্রজন্মের দায়িত্ব।

তিনি স্পষ্ট করে বলেন, এই প্রজন্ম ’৭১ অতিক্রম করেছে। এখন আর কেউ ‘পক্ষে’ বা ‘বিপক্ষে’ ’৭১’-এর দ্বৈততায় নির্মিত রাজনীতি মেনে নিতে রাজি নয়। ’৭১ থাকবে ইতিহাসে—রাষ্ট্রের ভিত্তি ও সম্মানের জায়গায়—কিন্তু আর রাজনৈতিক বৈধতার প্রধান হাতিয়ার হবে না। ’৪৭-ও থাকবে ঐতিহাসিক শ্রদ্ধায়, কিন্তু রাজনৈতিক প্রভাব বিস্তারের উপকরণ হিসেবে নয়।

তার মতে, এর মানে এই নয় যে ’৭১ বা ’৪৭ নিয়ে আলোচনা হবে না—বরং নতুন রাজনৈতিক বাস্তবতায় ঐতিহাসিক প্রশ্নগুলোর সমাধান সম্ভব হবে। এখন রাজনীতির ভিত্তি হতে হবে ’২৪-এর মূল্যবোধ।

নাহিদ ইসলাম সতর্ক করেন, যারা ’৭১-এ ফিরতে চায়, তারা ’২৪-এর নতুন রাজনৈতিক বাস্তবতাকে অস্বীকার করছে। ’২৪-এর অভ্যুত্থান ছিল বহু রাজনৈতিক শক্তির জন্য এক ধরনের প্রায়শ্চিত্ত। কিন্তু সেই প্রায়শ্চিত্তের অর্থ হারাবে, যদি আমরা পুরনো আদর্শগত দ্বন্দ্বে ফিরে যাই।

তিনি জোর দিয়ে বলেন, ’২৪ কখনো প্রতিশোধের আন্দোলন ছিল না। যারা একে প্রতিশোধের হাতিয়ার বানাতে চাইছে, তারা ’২৪-এর আসল সারবস্তু বুঝতে ব্যর্থ হয়েছে। ’২৪ হলো জাতীয় ঐক্য ও পুনর্মিলনের ক্ষেত্র। এর চেতনা ভবিষ্যৎ নির্মাণে—যা গড়ে উঠবে ঐক্যমত্য, সহমর্মিতা ও যৌথ দায়িত্বের ভিত্তিতে, প্রতিশোধের চক্রে নয়।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের