
অস্বাভাবিক প্রক্রিয়ার মধ্য দিয়ে দেশ চলছে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, এক শ্রেণীর লোক চাচ্ছে দেশে যেনো নির্বাচন না হয়। শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হককে দেখতে এসে এ মন্তব্য করেন তিনি।
পরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি জানান, উদ্দেশ্যমূলকভাবে নুরের ওপর হামলা চালানো হয়েছে। এর সুষ্ঠু তদন্ত করে বিচারও দাবি করেন মির্জা আব্বাস।
সাম্প্রতিক অস্থিরতা পরিকল্পিত উল্লেখ করে তিনি বলেন, এগুলো নিয়ন্ত্রণে ব্যর্থ হলে বুঝতে হবে সরকার কমান্ড ধরে রাখতে পারছে না।
মাজার ভাঙার ঘটনায় আন্তর্জাতিক ষড়যন্ত্র দেখছেন রিজভীমাজার ভাঙার ঘটনায় আন্তর্জাতিক ষড়যন্ত্র দেখছেন রিজভী
এসময়, দেশ স্বাভাবিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে না বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।
রেডিওটুডে নিউজ/আনাম