গত ১৬ বছরে ছাত্র রাজনীতির নামে শিক্ষাপ্রতিষ্ঠানে মাস্তান তৈরি হয়েছে: রিজভী

সোমবার,

০৮ ডিসেম্বর ২০২৫,

২৪ অগ্রাহায়ণ ১৪৩২

সোমবার,

০৮ ডিসেম্বর ২০২৫,

২৪ অগ্রাহায়ণ ১৪৩২

Radio Today News

গত ১৬ বছরে ছাত্র রাজনীতির নামে শিক্ষাপ্রতিষ্ঠানে মাস্তান তৈরি হয়েছে: রিজভী

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৮:৩৫, ৫ অক্টোবর ২০২৫

আপডেট: ১৮:৪৩, ৫ অক্টোবর ২০২৫

Google News
গত ১৬ বছরে ছাত্র রাজনীতির নামে শিক্ষাপ্রতিষ্ঠানে মাস্তান তৈরি হয়েছে: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, গত ১৫-১৬ বছরে ছাত্র রাজনীতির নামে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মাস্তান তৈরি করা হয়েছে। তিনি বলেন, ‘পতিত সরকারের’ আমলে কেবল উন্নয়নের ‘গালভরা’ গল্প শোনা গেছে, কিন্তু শিক্ষাক্ষেত্রে প্রকৃত কোনো উন্নয়ন হয়নি।

রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে ‘আমরা বিএনপি পরিবার’ আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন, ‘আমার বিশ্বাস, আমরা যদি এমন শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে পারতাম যেখানে শিক্ষকদের সঠিক প্রশিক্ষণ থাকত, তাহলে তারা ছাত্রদেরকে বিজ্ঞান ও সাহিত্যচর্চায় উদ্বুদ্ধ করতে পারতেন। কিন্তু বিগত সময়ে সেই প্রশিক্ষণের ব্যবস্থা হয়নি, বরং শুধু লোক দেখানো কাজ করা হয়েছে।’

তিনি বলেন, ‘আমরা একটি দুঃসহ সময় পার করেছি। এখন সেই স্বপ্ন পূরণের সময় এসেছে—যে স্বপ্ন তরুণদের মননে আছে, যারা রেসিং কার তৈরি করেছে। তাদের চিন্তা-ভাবনা বাস্তবায়ন করতে পারলে এই দেশ সমৃদ্ধ হবে।’

অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি)-এর রেসিং কার নির্মাণকারী শিক্ষার্থীদের সহযোগিতা প্রদান করা হয়।

আইইউটি’র শিক্ষার্থীরা তাদের নির্মিত রেসিং কার প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরেন এবং ভবিষ্যৎ পরিকল্পনার কথাও জানান। পরে অতিথিরা তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের