সবার অংশগ্রহণ নিশ্চিত করে একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক কাঠামো তৈরি করতে চায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। একই সঙ্গে গণতান্ত্রিক কাঠামোর ভিত্তিতে অর্থনীতিকে পুনর্গঠন করে দেশের প্রতিটি নাগরিকের সমৃদ্ধি নিশ্চিত করাই বিএনপির মূল লক্ষ্য বলে জানিয়েছেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে রাজধানীর একটি হোটেলে ঢাকা ফোরাম ইনিশিয়েটিভ আয়োজিত বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ পুনঃকল্পনা এবং তারেক রহমানকে নিয়ে রচিত বই ‘পলিটিক্স অ্যান্ড পলিসিস’-এর বিশ্লেষণধর্মী গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।
আমীর খসরু বলেছেন, বিএনপি এমন এক রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থা গড়তে চায় যেখানে জনগণের অংশগ্রহণ থাকবে এবং সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা হবে। বিনিয়োগ বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দেশকে স্বনির্ভর করার প্রতিশ্রুতি আমাদের।
তিনি আরও বলেন, তারেক রহমান রাজনীতিবিদ হিসেবে যে আলোকবর্তিকা হাতে নিয়ে এগিয়ে যাচ্ছেন, সেটির মাধ্যমেই দেশের মানুষকে মুক্ত ও ক্ষমতায়ন করা সম্ভব হবে।
দেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো ধরনের বিদেশি হস্তক্ষেপ বিএনপি বরদাস্ত করবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন আমীর খসরু মাহমুদ চৌধুরী।
রেডিওটুডে নিউজ/আনাম

