জামায়াতসহ ১১ দলীয় নির্বাচনি সমঝোতার চূড়ান্ত ঘোষণা আসছে আজ। বুধবার (১৪ জানুয়ারি) বিকেল চারটার দিকে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে যৌথ সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়ার কথা রয়েছে।
জামায়াতে ইসলামীর নির্ভরযোগ্য সূত্র এ তথ্য জানিয়েছে। তবে এ বিষয়ে গতকাল মধ্যরাত পর্যন্ত সাংবাদিকদের আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। আজ সকালে এ বিষয়ে আমন্ত্রণ জানানো হতে পারে।
এর আগে ১১ দলের আসন সমঝোতা নিয়ে গতকাল মঙ্গলবার দিনভর বৈঠক করেন জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস সহ বিভিন্ন দলের বৈঠক হয়। সেখানে বিভিন্ন দলের আসন চূড়ান্ত করা হয়। তবে ইসলামী আন্দোলনের আসন প্রাপ্তি নিয়ে এখনো অসন্তোষ আছে বলে জানা গেছে। এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিসেরও কিছু কাজ বাকি আছে।
জানা যায়, আজ দুপুরের আগে আরেক দফা বৈঠকে সেটি চূড়ান্ত হবে। এরপরই সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। এতে জামায়াত আমির ডা. শফিকুর রহমান সহ সব দলের শীর্ষ নেতাদের থাকার কথা রয়েছে।
রেডিওটুডে নিউজ/আনাম

