নির্বাচন কমিশন প্রবাসী বাংলাদেশি ভোটারদের জন্য বিদেশে যে পোস্টাল ব্যালট পাঠিয়েছে, তা নিয়ে আপত্তি তুলেছে বিএনপি। একই সঙ্গে দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে প্রার্থিতা বাতিলেরও সমালোচনা করেছে দলটি।
দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সাথে সাক্ষাৎ করে এ আপত্তির কথা জানিয়েছে।
“বিভিন্ন দেশে প্রবাসীদের যে ব্যালট পেপার পাঠানো হয়েছে, সেখানে উদ্দেশ্যমূল্যকভাবে দেশের কয়েকটি রাজনৈতিক দলের নাম ও প্রতিক উদ্দেশ্যমূলকভাবে প্রথম লাইনে দেওয়া হয়েছে।
''অথচ বিএনপির নাম প্রতীক মাঝে দেওয়া হয়েছে। ভাজ করলে কারও নজরেই পড়বে না,” প্রেস ব্রিফিংয়ে বলেছেন তিনি।
মি. খান জানান যে, তারা এ বিষয়ে সিইসির সাথে কথা বলেছেন এবং তাদের কাছে মনে হয়েছে কমিশন বিষয়টি খেয়াল করেনি।
“অ্যালফাবেট অনুযায়ী হয়েছে কি-না সেটাই তাদের কাছে বিবেচনার বিষয় ছিল। কিন্তু ব্যাপারটা ইচ্ছাকৃতভাবেই করা হয়েছে। এটি পরিবর্তনের অনুরোধ জানিয়েছি আমরা। একই সাথে এ ধরনের পোস্টাল ব্যালট সংশোধনের করতে বলেছি,” বলেছেন তিনি।
প্রসঙ্গত, পোস্টাল ব্যালটে ভোট দিতে এবার প্রবাসীসহ ১৫ লাখের বেশি ভোটার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেছেন।
এছাড়া বাহরাইনে কিছু লোক পোস্টাল ব্যালট নিয়ন্ত্রণ করছে, এমন একটি ভাইরাল ভিডিওর বিষয়ে বিএনপির দিক থেকে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে বলে জানিয়েছেন নজরুল ইসলাম খান।
তিনি বলেন, “বাহরাইনে একটি বিশেষ দলের নেতৃবৃন্দ অনেক ব্যালট পেপার হ্যান্ডেল করছে। এই ভিডিও ভাইরাল হয়েছে। নির্বাচন কমিশন বলেছে এমন ঘটনা তারাও জেনেছে। যারা এটি করেছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি করেছি”।
নজরুল ইসলাম খান বলেন, আইন অনুযায়ী দ্বৈত নাগরিক যারা ছিলেন তাদের হলফনামায় জানানোর নিয়ম আছে যে, সেটি তারা পরিত্যাগ করেছেন।
“সংবিধানে বলা রয়েছে যদি নাগরিকত্ব ত্যাগ করে তাহলে নির্বাচনের জন্য যোগ্য হবে। আরপিও অনুযায়ী হলফনামায় বলতে হয় যে, অন্য দেশের নাগরিকত্ব ছেড়ে দিয়েছি। জটিলতা সৃষ্টি হয় এমন কিছু না করা অনুরোধ জানিয়েছি। গত পনের বছরে নানা কারণে অনেককে বিদেশে যেতে হয়েছে। এখন পরিবর্তিত পরিস্থিতিতে তারা ফিরে এসেছেন। তাদের নির্বাচনের বাইরে রাখা উচিত হবে না,” বলেছেন তিনি।
প্রসঙ্গত, কিছু কিছু এলাকায় কিছু প্রার্থী তাদের দ্বৈত নাগরিকত্ব পরিত্যাগের প্রমাণ উপস্থাপন না করায় রিটার্নিং অফিসার ও পরে নির্বাচন কমিশন প্রার্থিতা বাতিল করায় এমন প্রতিক্রিয়া জানালো বিএনপি
রেডিওটুডে নিউজ/আনাম

