চীনজুড়ে নানা আনুষ্ঠানিকতা ও জনসচেতনতামূলক কর্মসূচির মধ্য দিয়ে পালন করেছে ষষ্ঠ চীনা পুলিশ দিবস । এদিন দেশটির জননিরাপত্তা মন্ত্রণালয়, রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয়, বিচার মন্ত্রণালয়সহ বিভিন্ন বিভাগ যৌথভাবে একাধিক কর্মসূচি আয়োজন করে। এসবের মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, চীনের জনগণের পুলিশের সংগীত পরিবেশন ও সমবেত কণ্ঠে গাওয়া, পাশাপাশি শপথ গ্রহণ অনুষ্ঠান।
সাম্প্রতিক দিনগুলোতে বিভিন্ন প্রদেশ ও মিউনিসিপালটির পুলিশ বিভাগ শিক্ষার্থী ও সাধারণ মানুষের জন্য হাতে-কলমে ও ইন্টার্যাকটিভ কার্যক্রমের আয়োজন করে। এসব কর্মসূচির মাধ্যমে পুলিশি সরঞ্জাম, স্মার্ট পুলিশিং ব্যবস্থা এবং জননিরাপত্তা–সংক্রান্ত জ্ঞান সম্পর্কে ধারণা দেওয়া হয়।
এছাড়া দেশের বিভিন্ন স্থানে পুলিশ সদস্যরা মাদক প্রতিরোধ বিষয়ে জনসচেতনতা তৈরি করেন, টেলিযোগাযোগ ও ইন্টারনেট জালিয়াতি থেকে সুরক্ষার কৌশল শেখান এবং সড়ক নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ দেন।
দেশজুড়ে রেলওয়ে ও বেসামরিক বিমান চলাচল পুলিশের পক্ষ থেকেও ভ্রমণকারীদের নিরাপত্তা সচেতনতা বাড়াতে বিভিন্ন প্রচারণামূলক কার্যক্রম চালানো হয়।
রেডিওটুডে নিউজ/আনাম

