ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রচারণা সিলেট থেকে শুরু করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ (বুধবার, ২১ জানুয়ারি) সন্ধ্যায় সিলেটের উদ্দেশে রওনা দিয়েছেন তিনি। দলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেয়ার পর ঢাকার বাইরে এটিই তার প্রথম সফর।
আগামীকাল (বৃহস্পতিবার, ২২ জানুয়ারি) সিলেটে হজরত শাহজালাল ও শাহপরাণের মাজার জিয়ারত করবেন তারেক রহমান।
মাজার জিয়ারত শেষে সকাল ১০টায় সিলেটের চৌহাট্টা এলাকার আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনি জনসভায় যোগ দেবেন তিনি।
রেডিওটুডে নিউজ/আনাম

