বৃহস্পতিবার,

২৮ মার্চ ২০২৪,

১৪ চৈত্র ১৪৩০

বৃহস্পতিবার,

২৮ মার্চ ২০২৪,

১৪ চৈত্র ১৪৩০

Radio Today News

সিরাজগঞ্জে বজ্রপাতে ৮ কৃষি শ্রমিকের মৃত্যু, আহত ৬

রেডিওটুডে ডেস্ক

প্রকাশিত: ০০:১২, ৯ সেপ্টেম্বর ২০২২

আপডেট: ০০:৪১, ৯ সেপ্টেম্বর ২০২২

Google News
সিরাজগঞ্জে বজ্রপাতে ৮ কৃষি শ্রমিকের মৃত্যু, আহত ৬

ফাইল ছবি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বজ্রপাতে ৮ কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অন্তত ৬ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। বজ্রপাতে নিহত ও আহতরা সবাই কৃষি শ্রমিক বলে জানা গেছে।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের মাটিকোড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহতরা হলেন- উপজেলার শিবপুর গ্রামের মোকাম হোসেন (৬০), মোন্নাফ হোসেন (১৮), শমসের আলী (৬২), শাহিন (৩২), আক্তার হোসেন (৬০) এবং মাটিকোড়া গ্রামের আব্দুল কুদ্দুস (৬০) ও শাহ আলম (৪২) ও ঋতু খাতুন (১৪)।

ফায়ার সার্ভিস জানায়, মাঠে কাজ করছিলেন কয়েকজন কৃষক। হঠাৎই বৃষ্টির সাথে বজ্রপাত শুরু হয়। অনেকে নিরাপদ আশ্রয়ে সরে গেলেও বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান পাঁচজন। তাদের পরিচয় এখনও মেলেনি। পুলিশ মরদেহ উদ্ধার করেছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ফিরোজ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বৃহস্পতিবার বিকেলে মাটিকোড়া দক্ষিণপাড়া গ্রামের পাশের একটি জমিতে চারা রোপণের কাজ করছিলেন কৃষি শ্রমিকরা। হঠাৎ বৃষ্টি শুরু হলে এসব শ্রমিকরা মাঠের মধ্যে অবস্থিত একটি শ্যালো ঘরে গিয়ে আশ্রয় নেয়। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই ৮ শ্রমিকের মৃত্যু হয়। আহত হয় আরও অন্তত ৬ জন।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের