
ফাইল ছবি
সিরাজগঞ্জর উল্লাপাড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তি (৫০) নিহত হয়েছে। নিহত ব্যক্তি প্রতিবন্ধি ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
আজ বুধবার সকাল ঢাকা-ঈশ্বরদী রেল পথের সিরাজগঞ্জর উল্লাপাড়া উপজলার মন্ডলজানি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
সিরাজগঞ্জ রেলওয় থানার ডিউটি অফিসার মর্জিনা খাতুন বলন, "সকাল ঈশ্বরদী থক একটি লাকাল ট্রন ঢাকায় যাছিলা। ট্রেনটি ঢাকা-ঈশ্বরদী রেল পথের সিরাজগঞ্জ এর উল্লাপাড়া উপজলার মন্ডলজানি এলাকায় পৌছলে অজ্ঞাত এক ব্যক্তি ট্রেনে কাটা পড়ে নিহত হয়। ঘটনাস্থলে পুলিশ পাঠানা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানা হবে।"
রেডিওটুডে নিউজ/এসবি