বুধবার,

২৪ এপ্রিল ২০২৪,

১১ বৈশাখ ১৪৩১

বুধবার,

২৪ এপ্রিল ২০২৪,

১১ বৈশাখ ১৪৩১

Radio Today News

সিরাজগঞ্জে বিএনপির ১৮ নেতাকর্মী গ্রেপ্তার

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৫:৫৫, ২৫ মে ২০২৩

Google News
সিরাজগঞ্জে বিএনপির ১৮ নেতাকর্মী গ্রেপ্তার

ফাইল ছবি

সিরাজগঞ্জের ৬টি উপজেলায় অভিযান চালিয়ে বিএনপি'র ১৮ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইন, সংঘর্ষ ও নাশকতার মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের ১৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। দাবি করেছেন জেলা বিএনপি নেতারা। 

আগামী ২৬ মে সিরাজগঞ্জ জেলা সদরে বিএনপির ডাকা  সমাবেশকে কেন্দ্র করে পুলিশ ধরপাকর শুরু করেছে বলে জেলা বিএনপির নেতারা অভিযোগ করেছেন। তবে পুলিশের দাবী নির্দিষ্ট মামলার ভিত্তিতেই তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, জেলা বিএনপির সহ-সভাপতি অমর কৃষ্ণ দাস, সদর উপজেলার কাওয়াকোলা ইউনিয়ন বিএনপির সভাপতি বাদল মন্ডল গুটু, কালিয়া হরিপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মনির হোসেন খান, শহরের ভাঙ্গাবাড়ি মহল্লার যুবদল নেতা মামুন, সলঙ্গা থানা যুবদলের যুগ্ন-আহবায়ক সেলিম এলাহী, হাটিকুমরুল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুল আলম ওসমান, চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মাহমুদুল আলম ফারুক, তাড়াশ উপজেলা ছাত্রদলের আহবায়ক জাহিদ ফকির, শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়ন বিএনপির সভাপতি সাখাওয়াত হোসেন, একই ইউনিয়নের যুবদলের আহবায়ক নজরুল ইসলাম, বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়ন ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফা, বিএনপি নেতা রফিকুল ইসলাম, যুবদল নেতা শাফিকুল ইসলাম, বেলকুচি সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব বুলবুল আহমেদ, এনায়েতপুর থানার সদিয়া চাঁদপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক রফিকুল ইসলাম, থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাকিব আল হাসান শরীফ, ছাত্রদল নেতা কাউসার সরকার ও ওয়ার্ড বিএনপি নেতা আমির সরকার।

জেলা বিএনপির সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, বিএনপি ঘোষিত ১০ দফা দাবিতে ২৬ মে বিএনপির উদ্যোগে জেলা সদরে সমাবেশ অনুষ্ঠিত হবে। ওই সমাবেশকে বাধাগ্রস্থ করার জন্য সারা জেলায় ধরপাকর শুরু করেছে পুলিশ। মামলা বা গ্রেপ্তারী পরোয়ানা নেই এমন নেতাকর্মীদেরও আটক করা হচ্ছে।

বেলকুচি থানার ওসি আসলাম হোসেন, এনায়েতপুর থানার ওসি আনিসুর রহমান, সলঙ্গা থানার ওসি শহিদুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। 

সদর থানার পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র দাস জানান, জেলা বিএনপির সহ-সভাপতি অমর কৃষ্ণ দাসসহ বিএনপির ৪ নেতাকর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।  এদের বিরুদ্ধে কয়টি করে মামলা রয়েছে তা পর্যালোচনা করা হচ্ছে।

রেডিওটুডে নিউজ/এসবি

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের