শনিবার,

০৪ মে ২০২৪,

২০ বৈশাখ ১৪৩১

শনিবার,

০৪ মে ২০২৪,

২০ বৈশাখ ১৪৩১

Radio Today News

ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল চালক নিহত, ফেনসিডিল উদ্ধার

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৬:২৮, ২০ জুন ২০২৩

Google News
ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল চালক নিহত, ফেনসিডিল উদ্ধার

ফাইল ছবি

জয়পুরহাটের সদর উপজেলার সগুনা- চারমাথা নামক স্থানে  ট্রাকের ধাক্কায় আমিরুল ইসলাম (৩৩) নামে এক মোটর সাইকেল চালক ঘটনাস্থলে নিহত হয়েছেন। মঙ্গলবার (আজ) ভোরে জেলার জয়পুরহাট সদর উপজেলার সগুনা চারমাথা এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে। 

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহত মোটর সাইকেল চালকের লাশ (মরদেহ) উদ্ধার করে ময়না তদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়।ওই সময় নিহত মোটরসাইকেল চালকের ব্যাগ থেকে ৩৭বোতল ফেনসিডিল পাওয়া গেছে। 

নিহত মোটরসাইকেল চালক আমিরুল ইসলামের বাড়ী দিনাজপুরের বিরামপুর উপজেলায়।

জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সিরাজুল ইসলাম বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, ওই মোটর সাইকেল চালক ভারতীয় মাদক- ফেনসিডিল নিয়ে দিনাজপুরের বিরামপুর থেকে পাঁচবিবি হয়ে জয়পুরহাটের বাইপাস সড়ক দিয়ে বগুড়ার দিকে যাওয়ার সময় সগুনা চারমাথা এলাকায় পৌঁছুলে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে মারা যায়।

সে  সময় নিহত ওই মোটর সাইকেল চালকের পিঠের একটি কালো ব্যাগে ৩৭বোতল ফেনসিডিল পাওয়ায় ওই যুবক (আমিরুল ইসলাম) মাদক কারবারি ছিল বলে  পুলিশের ধারণা । তবে রিপোর্ট লেখার সময় পর্যন্ত ঘাতক ট্রাক কিংবা তার চালক কাউকে আটক করতে পারে নি পুলিশ।

রেডিওটুডে নিউজ/এসবি

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের