
প্রতীকী ছবি
শুক্রবার (২৫ মার্চ) সকালে নাটোরের লালপুর উপজেলার রাধাকান্তপুর এলাকার এক গমের ক্ষেত থেকে জীবিত নবজাতক (ছেলে) উদ্ধার করা হয়েছে।
শিশুটি বর্তমানে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ারুজ্জামান এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
লালপুর স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত সহকারী সার্জন ডা. মো. খোরশেদ আলম রানা জানান, পরীক্ষা-নিরীক্ষা পূর্বক বাচ্চাটি এখন সুস্থ আছে। প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করে আমরা বাচ্চাটিকে হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি রেখেছি।
লালপুর থানার ওসি মো. মনোয়ারুজ্জামান জানান, সকালে গমের জমিতে কাপড়ে মোড়ানো শিশু নড়াচড়া করতে দেখে বাবুল হোসেন নামে এক কৃষক শিশুটিকে উদ্ধার করে প্রথমে নিজবাড়িতে নিয়ে যান। প্রাথমিক পরিচর্যার পর তাকে নিয়ে আসেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানে শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আছে শিশুটি।
রেডিওটুডে নিউজ/এসএ