শনিবার,

২০ এপ্রিল ২০২৪,

৭ বৈশাখ ১৪৩১

শনিবার,

২০ এপ্রিল ২০২৪,

৭ বৈশাখ ১৪৩১

Radio Today News

২০২২ সালে আসছে উন্নত প্রযুক্তির রোবট ‘ডোজো’

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০০:২১, ২৩ আগস্ট ২০২১

আপডেট: ০৮:৫৩, ২৩ আগস্ট ২০২১

Google News
২০২২ সালে আসছে উন্নত প্রযুক্তির রোবট ‘ডোজো’

২০২২ সালের মধ্যেই নতুন রোবট আনার ঘোষণা দিয়েছে টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক। গত বৃহস্পতিবার (১৯ আগস্ট) তিনি এ ঘোষণা দেন। খবর রয়টার্সের।

ডোজো নামের নতুন এই রোবটির উচ্চতা ৫ ফুট ৮ ইঞ্চি। গাড়ি মেরামত থেকে শুরু করে নান ধরনের কাজ করতে সক্ষম উন্নত প্রযুক্তির এই রোবট- এমনটাই জানিয়েছেন ইলন মাস্ক।

এছাড়াও অর্থনৈতিক উন্নতিতে এ রোবটটি বিশাল এক পরিবর্তন আনবে। তবে নতুন এই রোবটটির নিরাপত্তা নিয়ে কোনো মন্তব্য করেননি মাস্ক।

এ প্রসঙ্গে ইলন মাস্ক বলেন, এটি ব্যবহারে শ্রমিক খরচ কমে যাবে। ফলে উৎপাদন ব্যয় কম হবে এবং আয় বেশি হবে।

তিনি আরও বলেন, ডোজো রোবটটিতে এত উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যে, এটি নিখুত ভাবে গাড়ি চালাতে সক্ষম। অনেকে গাড়ির নিরাপত্তার জন্য ক্যামেরা এবং কম্পিউটার ব্যবহার করে থাকেন। কিন্তু রোবট ডোজো এক সঙ্গে সবগুলোর কাজই করবে।

রেডিওটুডে নিউজ/জেএফ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের