শুক্রবার,

১৬ মে ২০২৫,

২ জ্যৈষ্ঠ ১৪৩২

শুক্রবার,

১৬ মে ২০২৫,

২ জ্যৈষ্ঠ ১৪৩২

Radio Today News

শবে বরাত কবে তা জানা যাবে আগামীকাল

রেডিওটুডে ডেস্ক

প্রকাশিত: ১৮:০৩, ২০ ফেব্রুয়ারি ২০২৩

Google News
শবে বরাত কবে তা জানা যাবে আগামীকাল

সংগৃহিত ছবি

আগামীকাল মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পবিত্র শবে বরাত কবে তা জানা যাবে। এদিন (মঙ্গলবার) সন্ধ্যা ৬টা ২০ মিনিটে বাদ মাগরিব জাতীয় চাঁদ দেখা কমিটি শাবান মাসের চাঁদ দেখতে সভায় বসবে।

রাজধানীর ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হবে।

ইসলামিক ফাউন্ডেশন আজ সোমবার (২০ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বাংলাদেশের আকাশে ১৪৪৪ হিজরি সনের পবিত্র শাবান মাসের চাঁদ দেখা গেলে তা ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭ টেলিফোন ও ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১ ফ্যাক্স নম্বরে বা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) বা উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) জানানোর অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

শাবান মাসের ১৫তম রাতে (১৪ শাবান দিবাগত রাত) শবে বরাত পালিত হয়। শাবান মাস শেষে ঈদের আনন্দ বার্তা নিয়ে শুরু হয় মুসলমানদের সিয়াম সাধনার মাস রমজান।

যদি মঙ্গলবার শাবান মাসের চাঁদ দেখা যায় তাহলে বুধবার (২২ ফেব্রুয়ারি) থেকে শাবান মাস গণনা শুরু হবে এবং শবে বরাত পালিত হবে ৭ মার্চ দিবাগত রাতে। আর চাঁদ দেখা না গেলে সোমবার রজব মাসের ৩০ দিন পূর্ণ হয়ে শাবান মাস শুরু হবে তখন ৮ মার্চ দিবাগত রাতে শবে বরাত পালিত হবে।

রেডিওটুডে নিউজ/এসবি

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের