বৃহস্পতিবার,

১৫ মে ২০২৫,

১ জ্যৈষ্ঠ ১৪৩২

বৃহস্পতিবার,

১৫ মে ২০২৫,

১ জ্যৈষ্ঠ ১৪৩২

Radio Today News

জুমার দিন দরুদ শরীফ পাঠের ফজিলত

রেডিও টুডে রিপোর্ট

প্রকাশিত: ২২:২৭, ২৪ ফেব্রুয়ারি ২০২৩

Google News
জুমার দিন দরুদ শরীফ পাঠের ফজিলত

ফাইল ছবি

বিশ্বের সকল মুসলিম উম্মাহদের জন্য জুম্মার দিন একটি বিশেষ দিন। জুমার দিনটিতে রয়েছে বিশেষ ফজিলতপূর্ণ সময়। এই দিনটিতে এমন একটি সময় রয়েছে যখন কোন দোয়া করলে আল্লাহ তা ফেরায় না। এছাড়াও এই দিনটিতে বেশি বেশি দরুদ শরীফ পড়ার কথা বিভিন্ন হাদিস হতে বর্ণিত হয়েছে। এই দিনটিতে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করায় রয়েছে বিশেষ ফজিলত।

জুমার দিন দরুদ শরীফ পাঠের ফজিলত নিয়ে যেসব হাদিস বর্ণিত হয়েছে সে সম্পর্কিত কয়েকটি হাদিস নিম্নরূপ:

১. হজরত আনাস (রাঃ ) হতে বর্ণিত, আর সেই সময়  হল আসরের পর থেকে সূর্যাস্তের পূর্ব পর্যন্ত। (মুসনাদে ইবনে আবী শাইবা তিরমিজি )। এই হাদিসটি হতে বোঝা যায় যে, আসরের পর থেকে সূর্যাস্তের পূর্ব পর্যন্ত আল্লাহর নিকটপ্রার্থনা করার সময়।

২. অন্য একটি হাদিস হতে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিন আমার ওপর বেশি বেশি দরুদ পাঠাও। এদিন দরুদ পাঠের সময় ফেরেশতা উপস্থিত হন এবং এ দরুদ আমার সমীপে পেশ করা হয়।( ইবনে মাজাহ )

৩. অন্য একটি হাদিস হতে বর্ণিত রাসূল (সাঃ ) বলেন,'যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পাঠ করে আল্লাহ তার প্রতি ১০ টি রহমত নাযিল করেন'। (সহিহো জামে )

৪. অন্য একটি হাদিসে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, 'যে ব্যক্তি জুম্মার দিন আসরের নামাজের পর ৮০বার দরুদ শরীফ পাঠ করে তার ৮০ বছরের গুনাহ মাফ হবে এবং ৮০ বছর ইবাদতের সওয়াব তার আমলনামায় লেখা হবে'। (আফজালুস সালাওয়াত)

৫. হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, 'আমার ওপর জুমার দিন বেশি বেশি দরুদ পাঠ করো কারণ আমার উম্মতের দরুদ জুমার দিন আমার কাছে পৌঁছানো হয় যে ব্যক্তি আমার উপর সবচেয়ে বেশি দরুদ পাঠাবে সে ব্যক্তি কেয়ামতের দিন আমার সবচেয়ে নিকটতম হবে'। (তারগিব )

মহান রাব্বুল আলামিন বিশ্বের সকল মুসলিম উম্মাহকে জুমার দিনের বিশেষ ফজিলত বোঝার এবং বেশি বেশি এই দিনে দুরুদ শরীফ পাঠ করার তৌফিক দান করুন।
(আমিন )

এস আর

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের