বুধবার,

০২ জুলাই ২০২৫,

১৭ আষাঢ় ১৪৩২

বুধবার,

০২ জুলাই ২০২৫,

১৭ আষাঢ় ১৪৩২

Radio Today News

শুভ মহালয়া আজ

রেডিওটুডে ডেস্ক

প্রকাশিত: ১৩:৫১, ৬ অক্টোবর ২০২১

আপডেট: ১৬:০১, ৬ অক্টোবর ২০২১

Google News
শুভ মহালয়া আজ

ছবি ইন্টারনেট থেকে নেয়া

হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের পুণ্যলগ্ন, শুভ মহালয়া আজ। এ দিন থেকেই দেবীপক্ষের শুরু । দুর্গাপূজার সূচনার এই দিনটি সারা দেশে বেশ আড়ম্বরের সঙ্গে উদযাপিত হচ্ছে।

শ্রী শ্রী চন্ডীপাঠের মধ্য দিয়ে দেবী দুর্গার আবাহনই মহালয়া হিসেবে পরিচিত। শারদীয় দুর্গাপূজার একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হলো এই মহালয়া।

পুরাণ মতে, মহালয়ার দিনে, দেবী দুর্গা মহিষাসুর বধের দায়িত্ব পান।

পঞ্জিকা অনুযায়ী, দেবী এবার আসবেন ঘোড়ায় চড়ে, বিদায় নিবেন দোলায় চড়ে। মহালয়ার পাঁচদিন পর ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী  আগামী ১১ অক্টোবর থেকে ষষ্ঠীপূজার মাধ্যমে দুর্গাপূজা শুরু হবে। ১৫ অক্টোবর দশমীর দিনে দেবী দুর্গার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এবারের শারদীয় উৎসব সম্পূর্ণ হবে।

মহালয়া তিথিতে অনেকেই প্রয়াত পিতা-মাতাকে স্মরণ করে তাদের আত্মার শান্তি কামনা করেন। অঞ্জলি দেন।  সনাতন ধর্মমতে এই দিনে প্রয়াত আত্মাদের মর্ত্যে পাঠিয়ে দেয়া হয়। প্রয়াত আত্মার যে সমাবেশ হয় তাকে মহালয়া বলা হয়। মহালয় থেকে মহালয়া। পিতৃপক্ষেরও শেষদিন এটি।

রেডিওটুডে নিউজ/এসবি/এমএস/এমএইচ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের