
সংগৃহিত ছবি
ইলন মাস্কের সংস্থা টেসলা অবিকল মানুষের মত রোবট তৈরি করছে। সেই রোবট কেমন হবে, বিপুল সংখ্যক মানুষ তা নিয়ে প্রবল আগ্রহী।
নিজস্ব কারাখানায় এই রোবট হাজারে হাজারে তৈরি করতে চায় টেসলা। আগামী দিনে রোবট গুলিকে নিজেদের কারাখানাতেই কাজে লাগাতে পারে তারা।
'অপটিমাস' টেসলার এই রোবট গুলির নাম। জানা গেছে, টেসলা অন্তত কুড়ি জন প্রযুক্তিবিদকে নিয়োগ করছে রোবট নির্মাণে গতি আনতে। একঘেয়ে কাজে গতি আনতে এই মানুষের মত রোবট গুলো কাজে লাগবে বলে নিয়োগ বিজ্ঞপ্তিতে লেখা হয়েছে।
নড়াচড়ার উপরে ভিত্তি করে এক বিশেষ ধরনের সফটওয়্যার তৈরির কাজ চলছে তাদের তৈরি রোবট গুলিকে চালনা করতে। ইন্জিনিয়ার নিয়োগ করতে চাচ্ছে তারা সেই কাজের জন্যই। হাজার হাজার এই ধরনের 'হিউম্যানয়েড' রোবটকে তাদের কারখানাতেই কাজে লাগানো হবে, এমনটাই ওই বিজ্ঞাপনে লেখা হয়েছে।
এস আর