শুক্রবার,

২৯ মার্চ ২০২৪,

১৪ চৈত্র ১৪৩০

শুক্রবার,

২৯ মার্চ ২০২৪,

১৪ চৈত্র ১৪৩০

Radio Today News

টুইটারে যুক্ত হচ্ছে অডিও-ভিডিও কল

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৮:৩৩, ১০ মে ২০২৩

Google News
টুইটারে যুক্ত হচ্ছে অডিও-ভিডিও কল

টুইটারে শিগগিরই যুক্ত হচ্ছে অডিও-ভিডিও কল ও এনক্রাইপটেড মেসেজিংয়ের সুবিধা। যা ব্যবহারকারীরা সহজেই ব্যবহার করতে পারবেন। 

টুইটারের সিইও ইলন মাস্ক মঙ্গলবার (৯ মে) এ ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, নতুন সেবাগুলো চালু করার কাজ চলছে এখন।

এ ব্যাপারে মাস্ক মঙ্গলবার টুইটে বলেছেন, ‘এই প্লাটফর্মে আপনার হ্যান্ডেল থেকে দ্রুত অডিও এবং ভিডিও চ্যাট আসছে, এতে করে নিজের মোবাইল নাম্বার না দিয়ে আপনি পৃথিবীর যে কারও সঙ্গে কথা বলতে পারবেন।’  

এর আগে গত বছর ‘টুইটার ২.০ এভরিথিং অ্যাপ’ আনার কথা বলেছিলেন তিনি। 

টুইটারে এসব সুবিধা চালু হলে এটি ফেসবুক এবং ইনস্টাগ্রামের কাতারে চলে আসবে। 

মাস্ক জানিয়েছেন, এনক্রাইপটেড ডাইরেক্ট মেসেজের একটি ভার্সন বুধবার (১০ মে) থেকেই চালু হবে। তবে কল এনক্রাইপট করা হবে কিনা তা জানা যায়নি। 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের