মঙ্গলবার,

১৯ মার্চ ২০২৪,

৫ চৈত্র ১৪৩০

মঙ্গলবার,

১৯ মার্চ ২০২৪,

৫ চৈত্র ১৪৩০

Radio Today News

নাম পরিবর্তনের পরিকল্পনা করছে ফেসবুক

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ২২:৩০, ২০ অক্টোবর ২০২১

Google News
নাম পরিবর্তনের পরিকল্পনা করছে ফেসবুক

ফাইল ছবি

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ইনকরপোরেশন নাম পরিবর্তনের পরিকল্পনা করছে। আগামী সপ্তাহেই নাম পরিবর্তনের বিষয়টি চূড়ান্ত হতে পারে বলে জানা গেছে।

‘মেটাভার্স’ নির্মাণ চেষ্টার অংশ হিসেবে রিব্রান্ডিং এর জন্য এই পরিকল্পনা করা হয়েছে বলে বুধবার রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, আগামী ২৮ অক্টোবর কোম্পানিটির বার্ষিক সম্মেলনে মার্ক জাকারবার্গ নাম পরিবর্তনের বিষয়টি উত্থাপনের পরিকল্পনা করছেন। ভক্স মিডিয়া পরিচালিত মার্কিন প্রযুক্তিবিষয়ক ব্লগ দ্য ভার্জ এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে। শিগগিরই এই পরিকল্পনার বিষয়টি প্রকাশ করবে বলেও ওই প্রতিবেদনে বলা হয়েছে।

কদিন আগেই ফেসবুক দায়িত্বশীলভাবে ‘মেটাভার্স’ গড়তে পাঁচ কোটি ডলার বিনিয়োগ করবে বলে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছিল। এছাড়াও ভার্চুয়াল রিয়েলিটি প্ল্যাটফর্ম মেটাভার্সের উন্নয়নে উদ্যোগ গ্রহণের কথা জানিয়েছে ফেসবুক। এ কাজের জন্য ইউরোপ থেকে ১০ হাজার দক্ষ কর্মী নিয়োগের আগ্রহও প্রকাশ করেছে কোম্পানিটি।

রেডিওটুডে নিউজ/জেএফ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের