বৃহস্পতিবার,

৩০ মার্চ ২০২৩,

১৬ চৈত্র ১৪২৯

বৃহস্পতিবার,

৩০ মার্চ ২০২৩,

১৬ চৈত্র ১৪২৯

Radio Today News
bangas biscuit

প্রোটিয়াদের বিপক্ষে শেষ ম্যাচের জয়ে হোয়াটওয়াশ এড়ালো ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৮:১৩, ২ ফেব্রুয়ারি ২০২৩

প্রোটিয়াদের বিপক্ষে শেষ ম্যাচের জয়ে হোয়াটওয়াশ এড়ালো ইংল্যান্ড

সংগৃহীত ছবি

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে জিতে হোয়াইট ওয়াশ এড়িয়েছে ইংল্যান্ড। ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ১৪ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে ইংলিশরা। এরপর ডেভিড মালান আর বাটলারের ২১১ বলে ২৩২ রানের অবিশ্বাস্য জুটিতে ভর করে বিশাল সংগ্রহ করে সফরকারীরা। 

সেঞ্চুরি পেয়েছেন দুজনই। ডেভিড মালান ১১৪ বলে ৭টি চার আর ৬ ছক্কায় খেলেন ১১৮ রানের ইনিংস। আর অধিনায়ক বাটলার ১২৭ বলে ৬টি বাউন্ডারি আর ৭টি ছক্কার সাহায্যে ১৩১ রানের ইনিংস। মঈন আলির ব্যাট থেকে আসে ২৩ বলে ৪১ রানের ক্যামিও ইনিংস। 

দক্ষিণ আফ্রিকান বোলারদের মধ্যে লুঙ্গি এনগিদি ৬২ রানে শিকার করেন ৪টি উইকেট।

৩৪৭ রানের বিশাল লক্ষ্য তাড়া করার চেষ্টা করে দক্ষিণ আফ্রিকা। তবে শেষ পর্যন্ত ৪৩.১ ওভারে ২৮৭ রানে অলআউট হয় প্রোটিয়ারা।ক্যারিয়ারসেরা বোলিং করা জোফরা আর্চার ৪০ রানে শিকার করেন ৬ উইকেট। 

রেডিওটুডে নিউজ/এসবি

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের