শুক্রবার,

২৯ মার্চ ২০২৪,

১৫ চৈত্র ১৪৩০

শুক্রবার,

২৯ মার্চ ২০২৪,

১৫ চৈত্র ১৪৩০

Radio Today News

বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ

আয়ারল্যান্ডকে ১০ উইকেটে হারিয়ে সিরিজ জিতলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৮:১৯, ২৩ মার্চ ২০২৩

আপডেট: ১৮:২১, ২৩ মার্চ ২০২৩

Google News
আয়ারল্যান্ডকে ১০ উইকেটে হারিয়ে সিরিজ জিতলো বাংলাদেশ

সংগৃহিত ছবি

মাত্র ১০২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১০ উইকেটের বিশাল জয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। তামিম ইকবাল ৪১ বলে ৪০ বলে ৪১ আর লিটন ৩৭ বলে ৫০ রান করে অপরাজিত থাকেন। তবে উইনিং রানটি আসে তামিম ইকবালের ব্যাট থেকে।

এর আগে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন আয়ারল্যান্ড অধিনায়ক বালবার্নি। টাইগার বোলারদের বোলিং তোপে শুরুতেই ২৭ রানে চার উইকেট হারায় আইরিশরা। 

এরপর ১৯ তম ওভারে এবাদতের জোড়া আঘাতে আবারও বিপাকে বালবার্নির দল। ম্যাচের ২২তম ওভারে আবারও জোড়া আঘাত হানেন তাসকিন আহমেদ। 

সিরিজে প্রথমবার আগে ফিল্ডিংয়ে নেমে শুরু থেকেই নিয়ন্ত্রিত বোলিং করছেন টাইগাররা। হাসান মাহমুদের গতিতে পঞ্চম ওভারে মুশফিকুর রহিমের তালুবন্দি হন আইরিশ ওপেনার ডোহেনি। নিজের পঞ্চম ওভার করতে এসে আবারও আঘাত হানেন হাসান। স্টার্লিংকে এলবিডব্লিউর ফাদে ফেলেন তিনি। ১২ বলে ৭ করেন স্টার্লিং। 

এরপর বেশিক্ষণ থাকতে পারেনি হ্যারি টেক্টরও। শেষ পর্যন্ত ১০১ রানে গুটিয়ে গেছে আয়ারল্যান্ড।

রেডিওটুডে নিউজ/এসবি

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের