রোববার,

১০ ডিসেম্বর ২০২৩,

২৫ অগ্রাহায়ণ ১৪৩০

রোববার,

১০ ডিসেম্বর ২০২৩,

২৫ অগ্রাহায়ণ ১৪৩০

Radio Today News

সাকিবসহ এশিয়া কাপের সেরা একাদশে যারা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১০:৪৩, ১৯ সেপ্টেম্বর ২০২৩

Google News
সাকিবসহ এশিয়া কাপের সেরা একাদশে যারা

নানান নাটকীয়তার মধ্য দিয়ে শেষ হয়েছে হাইব্রিড মডেলের এবারের এশিয়া কাপ। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে এবার ৬টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে গ্রুপ পর্বে একটি এবং সুপার ফোরে একটি জয় পেয়েছে লাল-সবুজেরা। দলীয় পারফরম্যান্স ভালো না হলেও ব্যক্তিগতভাবে ভালো খেলেছেন কিছু ক্রিকেটার। আর ব্যক্তিগত পারফরম্যান্স বিবেচনায় ইএসপিএন ক্রিকইনফোর এশিয়া কাপের সেরা একাদশে জায়গা পেয়েছেন টাইগার দলপতি সাকিব আল হাসান।

একমাত্র বাংলাদেশি হিসেবে এই তালিকায় জায়গা হয়েছে সাকিবের। এবারের আসরে ব্যাট হাতে সাকিবের মোট রান ১৭৩। এ ছাড়া বল হাতে সাকিবের শিকার ৩ উইকেট।

ক্রিকইনফোর সেরা একাদশে সবচেয়ে বেশি ৬ ক্রিকেটার ভারত থেকে সুযোগ পেয়েছে। এ ছাড়া সেরা একাদশে শ্রীলঙ্কা থেকে জায়গা পেয়েছেন ৩ ক্রিকেটার। অন্যদিকে পাকিস্তান ও বাংলাদেশ থেকে একজন করে ক্রিকেটার একাদশে জায়গা পেয়েছেন।

ক্রিকইনফোর সেরা একাদশ

শুবমান গিল, রোহিত শর্মা (অধিনায়ক), কুশল মেন্ডিস, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), চারিথ আসালাঙ্কা, সাকিব আল হাসান, হার্দিক পান্ডিয়া, দুনিথ ভাল্লালেগে, শাহিন আফ্রিদি, কুলদ্বীপ যাদব, মোহাম্মদ সিরাজ।

রেডিওটুডে/এমএমএইচ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের