
সাত উইকেটে শ্রীলঙ্কাকে হারিয়েছে বাংলাদেশ
শ্রীলঙ্কার দেয়া ২৬৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দুই টাইগার ওপেনার তানজিদ তামিম আর লিটন দাসের বিধ্বংসী ১৩১ রানের জুটিতে জয়ের ভীত পেয়ে যায় বাংলাদেশ। দীর্ঘ ২৫ ম্যাচ পর আজ দুই বাংলাদেশি ওপেনার ফিফটির দেখা পেয়েছেন।
দুশন্ত হেমান্তের বলে ৬১ রানে লিটন ফিরে গেলেও শতকের মঞ্চ তৈরি ছিল তরুণ ওপেনার তানজিদ তামিমের। কিন্তু ৮৪ রানে লাহিরু কুমারার শিকার হয়ে শতক থেকে বঞ্চিত হন এই বাঁহাতি ব্যাটার।
শেষদিকে মেহেদী হাসান মিরাজের অর্ধশতকে ৭ উইকেটের বড় জয় তুলে নেয় বাংলাদেশ।
রেডিওটুডে নিউজ/এসবি