শুক্রবার,

০২ জুন ২০২৩,

১৮ জ্যৈষ্ঠ ১৪৩০

শুক্রবার,

০২ জুন ২০২৩,

১৮ জ্যৈষ্ঠ ১৪৩০

Radio Today News
bangas biscuit

এবার সিশেলসের বিপক্ষে পরাজয় বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৯:০৩, ২৮ মার্চ ২০২৩

আপডেট: ১৯:২৮, ২৮ মার্চ ২০২৩

Google News
এবার সিশেলসের বিপক্ষে পরাজয় বাংলাদেশের

সংগৃহিত ছবি

সিশেলসের বিপক্ষে প্রথম ম্যাচে ১-০ গোলে জয় পেয়েছিল বাংলাদেশ। প্রথম ম্যাচের সেই একাদশ থেকে দ্বিতীয় ম্যাচে দুটি পরিবর্তন এনেছিলেন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। আর এবার ২য় ম্যাচে পেনাল্টি থেকে একমাত্র গোলে ১-০ ব্যবধানের পরাজয় নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ। 

সিশেলসের বিপক্ষে প্রথম ম্যাচে ১-০ গোলে জয় পেয়েছিল বাংলাদেশ। প্রথম ম্যাচের সেই একাদশ থেকে দ্বিতীয় ম্যাচে দুটি পরিবর্তন এনেছিলেন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। আর এবার ২য় ম্যাচে পেনাল্টি থেকে একমাত্র গোলে ১-০ ব্যবধানের পরাজয় নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ। 

এই ম্যাচের একাদশে ছিলেন না জাতীয় ফুটবল দলের নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়া। তার পরিবর্তে আজ অধিনায়ক ছিলেন ডিফেন্ডার তপু বর্মণ। সিলেটে দুই ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ ১-০ গোলে জিতে। আজ ড্র করলেই সিরিজ নিজেদের করে নিতে পারতো স্বাগতিকরা।

প্রতিপক্ষ সিশেলস বাংলাদেশের চেয়ে  র‌্যাংকিংয়ে বেশ পিছিয়ে। তাদের দলের খেলোয়াড়েরা পেশাদার ফুটবলার নয়, মাঝে মধ্যে তারা ফুটবল খেলেন। অথচ তাদের বিপক্ষে হেরে লজ্জার শিকার হয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। 

ম্যাচে প্রথমার্ধ গোলশূন্য ড্র ছিল। ৬২ মিনিটের সময় করা পেনাল্টি গোলে ম্যাচে এগিয়ে যায় সিশেলস। এরপর গোলের জন্য মরিয়া হয়ে ওঠে বাংলাদেশ। তবে অধিনায়ক জামাল ভূঁইয়া দ্বিতীয়ার্ধে নেমেছিলেন। এরপর একের পর এক আক্রমণেও গোলের দেখা পায়নি বাংলাদেশ। শেষ পর্যন্ত ১-০ গোলে হেরে সিরিজ ড্র-তেই সন্তুষ্ট থাকতে হয় উভয় দলকে। 

রেডিওটুডে নিউজ/এসবি

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের