বুধবার,

১৭ এপ্রিল ২০২৪,

৩ বৈশাখ ১৪৩১

বুধবার,

১৭ এপ্রিল ২০২৪,

৩ বৈশাখ ১৪৩১

Radio Today News

শূণ্য হাতে অলিম্পিক যাত্রা শেষ বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৭:৩২, ১ আগস্ট ২০২১

Google News
শূণ্য হাতে অলিম্পিক যাত্রা শেষ বাংলাদেশের

জহির রায়হান

টোকিও অলিম্পিকে আর্চারি, শুটিং ও সাঁতারের ইভেন্ট থেকে একে একে বিদায় নিয়েছেন বাংলাদেশের অ্যাথলেটরা। সর্বশেষ প্রতিযোগী হিসেবে আজ ট্র্যাকে নেমেছিলেন অ্যাথলেট জহির রায়হান। 

টোকিওর স্থানীয় সময় বেলা ১১টা ১ মিনিটে (বাংলাদেশ সময় সকাল ৮টা ১ মিনিট) শুরু হয় জহিরের হিট। জহির দৌড়েছেন ৩ নম্বর হিটের ৩ নম্বর লেনে।

দৌড়ের হিট শেষ হলেও টেলিভিশনের ক্যামেরায় খুঁজে পাওয়া যাচ্ছিল না বাংলাদেশের অ্যাথলেট জহির রায়হানকে!

সবার নজর তখন যুক্তরাষ্ট্রের অ্যাথলেট মাইকেল চেরিকে ঘিরেই। ৪০০ মিটার দৌড়ে জহিরের সঙ্গে একই হিটে প্রতিযোগিতায় নেমেছিলেন চেরি। ৪৪.৮২ সেকেন্ড সময় নিয়ে হিটে প্রথম হয়ে সেমিফাইনালে ওঠেন যুক্তরাষ্ট্রের অ্যাথলেট। 

আর ৪৮.২৯ সেকেন্ড সময় নিয়ে আটজনের মধ্যে অষ্টম হয়ে হিট শেষ করলেন জহির। সব মিলিয়ে ৪৭ জনের মধ্যে ৪৪তম হয়েছেন তিনি।

আর এতেই নিশ্চিত হয় কোনো পদক ছাড়াই বাংলাদেশের ৩২তম অলিম্পিক আসরের যাত্রা।

রেডিওটুডে নিউজ/এসবি

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের