
এ পোশাকে আর ফেরা হবে না...
যেতে নাহি দিব, হায়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়..। কথাগুলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের। তবে যদি কথাগুলো আজ কারো সাথে মিলে যায়, তাহলে তিনি হয়তো ফুটবলের ক্ষুদে জাদুকর লিওনেল মেসি। ৩৪ বছরের জীবনে দুই দশকেরও বেশি সময় ধরে খেলেছেন বার্সালোনায়। আজ সেই ক্লাবের সাথেই সম্পর্কের ইতি টেনেছেন বর্তমানের অন্যতম বিশ্বসেরা এই ফুটবল তারকা। ক্লাব বা মেসি, কারো ইচ্ছেতেই নয়; হয়তো নিয়তিতেই লেখা ছিল এভাবে। তাই এই বিচ্ছেদ বেদনার, কান্নার...
রেডিওটুডে নিউজ/ইকে