বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন তুরস্কের আকগুল

শুক্রবার,

০৯ জানুয়ারি ২০২৬,

২৫ পৌষ ১৪৩২

শুক্রবার,

০৯ জানুয়ারি ২০২৬,

২৫ পৌষ ১৪৩২

Radio Today News

বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন তুরস্কের আকগুল

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৫:২৮, ১৮ সেপ্টেম্বর ২০২২

Google News
বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন তুরস্কের আকগুল

আকগুল (সংগৃহীত ছবি)

তুরস্কের তাহা আকগুল বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপ ২০২২-এ সবাইকে হারিয়ে দিয়ে স্বর্ণপদক জিতেছে। গতকাল শুক্রবার তিনি তার এ জয় নিশ্চিত করেছেন।

পুরুষদের ফ্রিস্টাইল ১২৫-কিলোগ্রামে আকগুল মঙ্গোলিয়ার লেখাগভেগেরেল মুনখতুরকে ৬-২ রাউন্ডে পরাজিত করেন। আর এতে তার ক্যারিয়ারে তৃতীয় বিশ্ব চ্যাম্পিয়নশিপের শিরোপা নিশ্চিত হয়। এর আগে তিনি ২০১৪ ও ২০১৫ সালে শিরোপা জিতেছিলেন।

ফাইনালে পৌঁছে ৩১ বছর বয়সী এ কুস্তিগীর  হাঙ্গেরির ড্যানিয়েল লিগেটি, কানাডার অমরভির ধেসি ও ইরানের আমির জারেকে পরাজিত করেছেন। জর্জিয়ার জেনো পেট্রিয়াশভিলি এবং ইরানের আমির জারে এই বিভাগে ব্রোঞ্জ পদক জিতেছেন।

বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপ ১৮ সেপ্টেম্বর তারিখে সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে শেষ হবে।

প্রতিযোগিতায় এ পর্যন্ত চারটি স্বর্ণ ও তিনটি ব্রোঞ্জ পদক লাভ করেছে তুরস্ক। এ পদক জয়ের জন্য আকগুলকে তুরস্কের যুব ও ক্রীড়ামন্ত্রী মেহমেত মুহাররেম কাসাপোগলু অভিনন্দন জানিয়েছেন। আকগুল এর আগে অলিম্পিক গেমস রিও: ২০১৬-এ স্বর্ণপদক জয় করেন।

রেডিওটুডে নিউজ/এসবি

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের