শুক্রবার,

২৬ এপ্রিল ২০২৪,

১৩ বৈশাখ ১৪৩১

শুক্রবার,

২৬ এপ্রিল ২০২৪,

১৩ বৈশাখ ১৪৩১

Radio Today News

বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন তুরস্কের আকগুল

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৫:২৮, ১৮ সেপ্টেম্বর ২০২২

Google News
বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন তুরস্কের আকগুল

আকগুল (সংগৃহীত ছবি)

তুরস্কের তাহা আকগুল বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপ ২০২২-এ সবাইকে হারিয়ে দিয়ে স্বর্ণপদক জিতেছে। গতকাল শুক্রবার তিনি তার এ জয় নিশ্চিত করেছেন।

পুরুষদের ফ্রিস্টাইল ১২৫-কিলোগ্রামে আকগুল মঙ্গোলিয়ার লেখাগভেগেরেল মুনখতুরকে ৬-২ রাউন্ডে পরাজিত করেন। আর এতে তার ক্যারিয়ারে তৃতীয় বিশ্ব চ্যাম্পিয়নশিপের শিরোপা নিশ্চিত হয়। এর আগে তিনি ২০১৪ ও ২০১৫ সালে শিরোপা জিতেছিলেন।

ফাইনালে পৌঁছে ৩১ বছর বয়সী এ কুস্তিগীর  হাঙ্গেরির ড্যানিয়েল লিগেটি, কানাডার অমরভির ধেসি ও ইরানের আমির জারেকে পরাজিত করেছেন। জর্জিয়ার জেনো পেট্রিয়াশভিলি এবং ইরানের আমির জারে এই বিভাগে ব্রোঞ্জ পদক জিতেছেন।

বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপ ১৮ সেপ্টেম্বর তারিখে সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে শেষ হবে।

প্রতিযোগিতায় এ পর্যন্ত চারটি স্বর্ণ ও তিনটি ব্রোঞ্জ পদক লাভ করেছে তুরস্ক। এ পদক জয়ের জন্য আকগুলকে তুরস্কের যুব ও ক্রীড়ামন্ত্রী মেহমেত মুহাররেম কাসাপোগলু অভিনন্দন জানিয়েছেন। আকগুল এর আগে অলিম্পিক গেমস রিও: ২০১৬-এ স্বর্ণপদক জয় করেন।

রেডিওটুডে নিউজ/এসবি

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের