শুক্রবার,

২৯ মার্চ ২০২৪,

১৫ চৈত্র ১৪৩০

শুক্রবার,

২৯ মার্চ ২০২৪,

১৫ চৈত্র ১৪৩০

Radio Today News

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৩:৩৬, ২১ সেপ্টেম্বর ২০২২

Google News
টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড

নিউজিল্যান্ড ক্রিকেট দল

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। আজ (মঙ্গলবার) ঘোষিত ১৫ সদস্যের স্কোয়াডে রয়েছে চমক। বিশ্বকাপে প্রথমবারের মতো খেলার সুযোগ পেয়েছেন কিউই ওপেনার ফিন অ্যালেন ও অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েল। গত বিশ্বকাপের দল থেকে অস্ট্রেলিয়ায় নতুন মুখ হিসেবেও থাকছেন এ দুই ক্রিকেটার। 

আরব আমিরাতে গতবার অস্ট্রেলিয়ার কাছে হেরে রানার্সআপ হয়েছিল নিউজিল্যান্ড। ওই টুর্নামেন্টে ইনজুরিতে থাকা লকি ফার্গুসনের জায়গায় সুযোগ পেয়েছেন অ্যাডাম মিলনে। এবার তিনি আছেন মূল দলে। প্রধান উইকেটরক্ষক হিসেবে দলে আছেন ডেভন কনওয়ে। 

এদিকে পিঠের ইনজুরিতে বাদ পড়েছেন অলরাউন্ডার কাইল জেমিসন। আর নির্বাচকদের পছন্দের তালিকায় জায়গা হয়নি টড অ্যাস্টল এবং টিম সিফার্টের। তবে পেস ডিপার্টমেন্টে যথারীতি আছেন ফার্গুসন, টিম সাউদি ও ট্রেন্ট বোল্ট।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ৭ অক্টোবর থেকে ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজে পাকিস্তান ও বাংলাদেশের মুখোমুখি হবে কিউইরা। 

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের স্কোয়াড-

কেইন উইলিয়ামসন (অধিনায়ক), ফিন অ্যালেন, ট্রেন্ট বোল্ট, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, মার্টিন গাপটিল, অ্যাডাম মিলনে, ড্যারেল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, ইশ সোধি ও টিম সাউদি।

রেডিওটুডে নিউজ/এসবি

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের