
ফাইল ছবি
দুনিয়াজোড়া জনপ্রিয় খেলা ফুটবল। ফুটবল বিশ্বকাপের এক একটি আসরে পুরো দুনিয়ার কোটি কোটি চোখ থাকে এ গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত মহারণের দিকে। চোখ ধাঁধানো পায়ের জাদুতে বিমোহিত হন কোটি ফুটবলপ্রেমীরা। আর এই মোহনীয় ফুটবলের আঁতুড়ঘর হলো ব্রাজিল। ফুটবলে যাদের অর্জন আর সাফল্য ঈর্ষণীয়।
ব্রাজিলের কিছু কালজয়ী অর্জন থাকছে সংখ্যায়...
২:
ফুটবলের বিশ্বকাপ মঞ্চে ব্রাজিল রানার আপ হয়েছে দুইবার। প্রথমবার ১৯৫০ সালে উরুগুয়ে এবং দ্বিতীয়বার ১৯৯৮ সালে জিদানের ফ্রান্সের কাছে ফাইনাল হেরে রানার আপ হয়েছিল ব্রাজিল।
এছাড়াও বিশ্বকাপে ২ বার করে তৃতীয় স্থান এবং চতুর্থ স্থান অধিকার করে ব্রাজিল। ১৯৩৮ এবং ১৯৭৮ সালে তৃতীয় স্থান এবং ১৯৭৪ এবং ২০১৪ সালে চতুর্থ স্থান অধিকার করে সেলেসাওরা।
এছাড়াও কনকাকাফ গোল্ডকাপ রানার আপ: ২ বার
প্যান আমেরিকান চ্যাম্পিয়ন: ২ বার,
ওয়ার্ল্ড সকার টিম অব দ্যা ইয়ার: ২ বার,
ফিফা কনফেডারেশন্স কাপ ফেয়ারপ্লে ট্রফি
বার কোপা আমেরিকা ফেয়ারপ্লে ট্রফি :২ বার (২০১৯ এবং ২০২১ সাল)
গ্রীষ্মকালীন অলিম্পিক গোল্ড মেডেলিস্ট: ২ বার, ব্রোঞ্জ মেডেলিস্ট ২ বার।
কনমেবল প্রি-অলিম্পিক টুর্নামেন্ট: রানার আপ ২ বার, তৃতীয় স্থান ২ বার।
৩:
ব্রাজিলের কালো মানিক খ্যাত পেলে ফুটবলের ইতিহাসে একমাত্র খেলোয়াড় যিনি তিনটি বিশ্বকাপ জিতে ইতিহাসে অমর হয়ে আছেন।
এছাড়াও:
কোপা আমেরিকার চতুর্থ স্থান: ৩ বার।
প্যান আমেরিকান গেমস: সিলভার মেডেলিস্ট ৩ বার।
৪.
ফিফা কনফেডারেশন্স কাপ: ১৯৯৭,২০০৫,২০০৯ এবং ২০১৩ সালে মোট চারবার ফিফা কনফেডারেশন্স কাপের শিরোপা জেতে ব্রাজিল।
ফিফা ওয়ার্ল্ড কাপ ফেয়ারপ্লে ট্রফি: ৪ বার। ১৯৮২, ১৯৮৬, ১৯৯৪ এবং ২০০৬ সালে বিশ্বকাপের এই মর্যাদাপূর্ণ পুরস্কারটি নিজেদের করে নেয় ব্রাজিল।
৫:
ফুটবল বিশ্বকাপে এখন পর্যন্ত সর্বোচ্চ সংখ্যক শিরোপা জেতা দলটির নাম ব্রাজিল। রেকর্ড ৫ বার বিশ্বকাপের সোনালী ট্রফি উঁচিয়ে ধরার গৌরব অর্জন করে ব্রাজিলিয়ানরা।
এছাড়াও চারজন ব্রাজিলিয়ান একত্রে ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি'অর জিতেছেন মোট ৫ বার।
১৯৫৭ সালে ব্রাজিলিয়ানদের হয়ে কলম্বিয়ার বিপক্ষে এক ম্যাচে সর্বোচ্চ ৫ গোল করেন এভারিস্টো।
৭:
বিশ্বকাপ ফুটবলের মত বড় আসরে ব্রাজিল মোট ৭ বার ফাইনাল খেলার গৌরব অর্জন করে। যা ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। এর মধ্যে ৫ বার চ্যাম্পিয়ন এবং ২ বার রানার আপ হয় ব্রাজিল।
এছাড়াও কোপা আমেরিকা টুর্নামেন্টে ৭ বার তৃতীয় স্থান অধিকার করে ব্রাজিলিয়ানরা।
এবং ব্রাজিল কনমেবল প্রি-অলিম্পিক টুর্নামেন্টের শিরোপা জিতেছে ৭ বার।
৯:
এই পর্যন্ত ৯ বার কোপা আমেরিকা টুর্নামেন্টের শিরোপা জিতেছে ব্রাজিল।
১২:
ফিফা টিম অব দ্যা ইয়ার নির্বাচিত: মোট ১২ বার।
সুপারক্লাসিকো দে লাস আমেরিকাস চ্যাম্পিয়ন: ১২ বার।
১৫:
বিশ্বকাপের ইতিহাসে ১৫ টি গোল নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা ব্রাজিলের রোনালদো নাজারিও।
১৭:
১৯৫৮ সালের বিশ্বকাপে ওয়েলসের বিপক্ষে মাত্র ১৭ বছর বয়সে গোল করে বিশ্বকাপের সর্বকনিষ্ঠ গোলদাতা হিসেবে নিজের নামকে চির অমর করে রাখেন পেলে।
১৮:
বিগত ২১ টি বিশ্বকাপ আসরে ১৮ বারই টপ এইট বা কোয়র্টারে খেলেছে ব্রাজিল।
২২:
ফুটবলের ইতিহাসে ব্রাজিলই একমাত্র দল যারা সেই ১৯৩০ সালে শুরু হওয়া বিশ্বকাপ থেকে শুরু করে ২০২২ এর কাতার বিশ্বকাপ পর্যন্ত ২২ টি আসরের প্রত্যেকটিতে অংশগ্রহণ করেছে।
রেডিওটুডে নিউজ/এসবি