
বোমা হামলার হুমকির ঘটনায় কানাডার ছয়টি বিমানবন্দরে সাময়িকভাবে ফ্লাইট ছাড়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। তবে পরে ওই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে বলে জানিয়েছে ট্রান্সপোর্ট কানাডা ও যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)।
দেশটির বিমান ট্র্যাফিক কর্তৃপক্ষ এক্সে জানিয়েছে, বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে অটোয়া, মন্ট্রিয়ল, এডমন্টন, উইনিপেগ, ক্যালগরি এবং ভ্যাঙ্কুভারে বোমা হামলার হুমকি পেয়েছিল। এসব জায়গার কর্মীরা নিরাপদে রয়েছে ও বিমানবন্দরগুলোতে সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।
মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন মন্ট্রিয়ল ও অটোয়ার বিমানবন্দরগুলোতে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছিল এবং সেটি নিউইয়র্ক সময় সকাল ৭টা ৪০ মিনিটের দিকে আবার তুলেও নেওয়া ছিল বলে জানিয়েছেন এফএএর একজন মুখপাত্র।
অটোয়া পুলিশ জানিয়েছে, তারা রাজধানীর বিমানবন্দরে নিরাপত্তা নিশ্চিতে তদন্ত করছে। অন্যদিকে বিমানবন্দরের ওয়েবসাইটে দেখা গেছে অসংখ্য ফ্লাইট এক ঘণ্টা বা তার বেশি সময় ধরে বিলম্বিত হয়েছে।
মন্ট্রিয়ল-ট্রুডো আন্তর্জাতিক বিমানবন্দরের একজন কর্মকর্তা জানিয়েছেন, হুমকির বিষয়টি সুরাহা হয়েছে। মুখপাত্র এরিক ফরেস্ট বলেন, সকালে ফ্লাইটের সময়সূচিতে সামান্য প্রভাব পড়েছিল, এখন কার্যক্রম স্বাভাবিক অবস্থায় রয়েছে।
ক্যালগারি বিমানবন্দরের একজন মুখপাত্র বলেন, এ ঘটনায় নিয়মিত কার্যক্রমে সামান্য প্রভাব পড়েছে।
ট্রান্সপোর্ট কানাডা এক বিবৃতিতে বলেছে, তারা বিমানবন্দর কর্তৃপক্ষ, নেভ কানাডা এবং স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ে করে কাজ করছে, যেন পরিস্থিতি বিবেচনা করে যাত্রী, কর্মী এবং অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করা যায়। সূত্র-রয়টার্স
রেডিওটুডে নিউজ/আনাম