
সাম্প্রতিক ছবি
চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে রাজধানীর বনানী থানায় দায়ের করা করা মাদক মামলার জামিন আবেদন কেন দ্রুত নিষ্পত্তি করা হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
আজ বৃহস্পতিবার (২৬ আগস্ট) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রতি এ রুল জারি করা হয়।
উল্লেখ্য, গত ৪ আগস্ট রাতে র্যাবের অভিযানে বনানীর বাসা থেকে পরীমনি ও তার সহযোগী দীপু আটক হন। এ সময় পরীমনির বাসা থেকে বিভিন্ন আইস সহ বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়। এরপরের দিন ৫ আগস্ট র্যাব-১ বাদী হয়ে মাদকদ্রব্য আইনে এই অভিনেত্রী ও তার সহযোগীর বিরুদ্ধে বনানী থানায় মামলা করে। এরপর কয়েক দফা রিমান্ড শেষে কারাগারে রয়েছেন তিনি।
রেডিওটুডে নিউজ/জেএফ