
ইংল্যান্ডকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ
সদ্যই ক্রিকেটে বাংলাদেশের বিপক্ষে 'বাংলাওয়াশ' এর লজ্জায় ডুবেছে ইংল্যান্ড। এবার বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডিতেও বাংলাদেশের কাছে পাত্তাই পেল না ইংল্যান্ড। ইংলিশদের বিপক্ষে পাওয়া দাপুটে জয়ে টুর্নামেন্টে শেষ চারের টিকিট নিশ্চিত করেছে স্বাগতিকরা।
আজ (শুক্রবার) পল্টনের ভলিবল স্টেডিয়ামে ইংল্যান্ডকে ৫৫-২৭ পয়েন্টে হারিয়েছে লাল-সবুজের টাইগাররা। প্রথমার্ধে বাংলাদেশ এগিয়ে ছিল ২৯-১০ ব্যবধানে।
এই নিয়ে টানা চার জয় পাওয়া বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হয়েছে। পোল্যান্ডকে ৫০-২২ পয়েন্টে হারিয়ে টুর্নামেন্ট শুরু করা টাইগাররা পরের দুই ম্যাচে আর্জেন্টিনা (৭২-২৩) ও নেপালকে (৪০-২৪) পয়েন্টে হারিয়েছিল।
আগামীকাল (শনিবার) গ্রুপ পর্বে ইরাকের বিপক্ষে নিজেদের পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ।
রেডিওটুডে নিউজ/এসবি