৭৫ রানের দারুণ ইনিংসে দলের জয় নিশ্চিত করেছেন লোকেশ রাহুল
মুম্বাইয়ে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার চলমান ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ৫ উইকেটের জয় পেয়েছে ভারত। ম্যাচে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নামে অস্ট্রেলিয়া।
কিন্তু ভারতীয় বোলারদের বোলিং তোপে মাত্র ৩৬ ওভারের আগেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। মাত্র ১৮৮ রানে গুটিয়ে গেছে অস্ট্রেলিয়ার ব্যাটারদের মধ্যে মিশেল মার্শ ব্যক্তিগত সর্বোচ্চ ৮১ রান সংগ্রহ করেন ৬৫ বল খেলে। এছাড়া ২৬ রান এসেছে জস ইংলিশের ব্যাট থেকে। স্টিভেন স্মিথ করেছেন ২২ রান।
ভারতের বোলারদের মধ্যে মোহাম্মদ শামি ও মোহাম্মদ সিরাজ তিনটি করে উইকেট শিকার করেছেন। রবীন্দ্র জাদেজা দুইটি উইকেট শিকার করেন।
জবাব দিতে নেমে লোকেশ রাহুলের হার না মানা ৭৫ রানের কল্যাণে জয় তুলে নেয় টিম ইন্ডিয়া। ৯১ বল খেলে ৭ চার ও ১ ছক্কার সাহায্যে ৭৫ রান করেন রাহুল। এছাড়া ৪৫ রানের দারুণ ইনিংসে রাহুলকে যোগ্য সঙ্গ দেন রবীন্দ্র জাদেজা।
আর এতেই ৫ উইকেটের জয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলো ভারত।
রেডিওটুডে নিউজ/এসবি