
সংগৃহিত ছবি
আইপিএল এবারের আসরের প্রথম কোয়ালিফায়ার ম্যাচে গুজরাট টাইটান্স আর চেন্নাই সুপার কিংস মুখোমুখি হয়েছে। এম এ চেন্নাস্বামী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে করার জন্য চেন্নাইকে আমন্ত্রণ জানায় গুজরাট অধিনায়ক হার্দিক পান্ডিয়া।
প্রথমে ব্যাট করতে নেমে চেন্নাইয়ের শুরুটা দারুণ করেন দুই ওপেনার ঋতুরাজ ও ডেভন কনওয়ে। দলীয় ৮৭ রানে মোহিত শর্মার বলে মিলারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ঋতুরাজ। ৪৪ বলে ৬০ রান করে আউট হন ঋতু। এছাড়া কনওয়ে ৪০ রান করেন। এতে করে নির্ধারিত ওভার শেষে চেন্নাইয়ের সংগ্রহ দাড়ায় ১৭২ রান।
গুজরাট টাইটান্সের হয়ে বল হাতে ২টি করে উইকেট শিকার করেছেন মোহাম্মদ শামি ও মোহিত শর্মা।
রেডিওটুডে নিউজ/এসবি